সূত্রের খবর, দ্বিতীয় টেস্ট হারের পরই ভারত ছাড়ার প্রস্তুতি শুরু করে দেয় বেন স্টোকস, জিমি অ্যান্ডারসনরা। কিন্তু প্রশ্ন হল সিরিজের মাঝপথে কোথায় যাচেছে ব্রিটিশ দল। কেনই বা যাচ্ছে। প্রাথমিকভাবে যা জানা গিয়েছে ভারত ছেড়ে আবুধাবিতে যাচ্ছে ইংল্যান্ড দল। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মধ্যে যেহেতু ১০ দিনের ব্যবধান রয়েছে সেই কারণেই আবুধাবি পারি দিতে পারে ব্রিটিশরা।
advertisement
মনে করা হচ্ছে মঙ্গলবারই আবুধাবি চলে যাবে ইংল্যান্ড দল। ভারত সফরে আসার আগে সেখানেই প্রস্তুতি শিবির সেরেছিল ব্রিটিশ দল। তৃতীয় টেস্ট শুরুর আগেই সেখানেই সময় কাটাতে চান ইংল্যান্ড ক্রিকেটাররা। কেউ গল্ফ খেলে সময় কাটাতে চান, কেউ আবা পুরোপুরি ছুটি কাটাতে চান পরিবারের সঙ্গে। ফের ২২ গজে নামার আগে রিল্যাক্স হওয়ার জন্যই আবুধাবি যাচ্ছে ইংল্যান্ড।
আরও পড়ুনঃ Virat Kohli: তৃতীয় টেস্টে ফিরবেন কি বিরাট কোহলি? জবাব দিলেন রাহুল দ্রাবিড়
প্রসঙ্গত, বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে ৩৯৬ রান করে ভারত। ডাবল সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। জবাবে প্রথম ইনিংসে ২৫৬ রান করে অলাআউট হয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৭৬ রান করেন জ্যাক ক্রাউলি। ৬ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে ১৪৩ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ২৫৫ করে ভারত। ১০৪ রান করেন শুভমান গিল। ৩৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৯২ রানে অলআউট হয়ে যায় ব্রিটিশরা।