আরও পড়ুন: খেলা শুরু হয়ে গিয়েছে, মোদি সরকার টিকবে না! উদ্ধবকে পাশে বসিয়েই হুঙ্কার মমতার
অ্যান্ডারসনের শেষ টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র আড়াই দিনে হারাল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র ১২১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ইংল্যান্ড ৩৭১ রান করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের রানকে টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলত, ইনিংস এবং ১১৪ রানে লর্ডস টেস্টে হারল ওয়েস্ট ইন্ডিজ।
advertisement
বল হাতে জীবনের শেষ টেস্টে ৪৮ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ক্রীড়াজীবনে ১৮৮টি টেস্ট খেলে ৭০৪টি উইকেট নিয়েছেন কিংবদন্তি এই বোলার। এ ছাড়াও এক দিনের ক্রিকেটে ২৬৯টি এবং টি২০তে ১৮টি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ‘২২ বছরের অসাধারণ স্পেল’ শেষে অ্যান্ডারসনকে অবসরজীবনের শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর। তোমায় বল করতে দেখা অসাধারণ অভিজ্ঞতা- তোমার বোলিং অ্যাকশন, গতি, সুইং, অ্যাকুরেসি, ফিটনেস সবটাই। তুমি একাধিক প্রজন্মের কাছে অনুপ্রেরণা।
অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে ম্যাচের সেরা হয়েছেন গুস অ্যাটকিনসন। দুই ইনিংস মিলিয়ে মোট ১২টি উইকেট নিয়েছেন তিনি।