ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুটা ভালো করেও পরের দিকে নিয়মিত ব্যবধাবে উইকেট হারানোর ফলে বড় স্কোর করতে ব্যর্থ হন দাসুন শানাকর দল। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন পাথুম নিশাঙ্কা। এছাড়া কোনও ব্যাটার বড় স্কোর করতে পারেননি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মার্ক উড।
advertisement
১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন দুই ব্রিটিশ ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। ওপেনিং জুটিতে ৭৫ রাবের পার্টনারশিপ করেন তারা। ৪৭ করেন অ্যালেক্স হেলস ও জস বাটলার করেন ২৮। এরপর বেন স্টোকস একদিক থেকে ঠান্ডা মাথায় দলকে টানেন। তবে অপরদিক থেকে দ্রুত কিছু উইকেট পড়ায় চাপ বেড়েছিল ইংল্যান্ডের উপর। ২টি করে উইকেট নেন লাহিরু কুমারা, ওয়ানিন্দু হাসরঙ্গা, ধনঞ্জায়া ডি সিলভা। তবে শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে ইংল্যান্ড। ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন বেন স্টোকস।
আরও পড়ুনঃ ৩৪ তম জন্মদিনে অচেনা কোহলি, জানুন ১০টি আকর্ষণীয় 'বিরাট' তথ্য
ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়ে শেষ হল টিম ওয়ানের সুপার ১২ রাউন্ডের খেলা। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে শীর্ষ থেকে সেমিতে পৌছেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট ৭ হলেও রান রেটে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে পৌছল ব্রিটিশরা। এছাড়া শ্রীলঙ্কার পয়েন্ট ৪, আয়ারল্যান্ডের ৩ ও আফগানিস্তানের ২।