রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে এই টেস্টে ইংল্যান্ড দিনের শুরু থেকেই পাকিস্তানি বোলারদের মারতে শুরু করে। তার পর সন্ধ্যা পর্যন্ত সেই ধোলাই চলতে থাকে। খারাপ আলোর কারণে প্রথম দিনে মাত্র ৭৫ ওভার খেলা হয়। তাতেও ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ৫০৬ রান করে।
ইংল্যান্ড এখন বিশ্বের প্রথম দল যারা কোনো টেস্ট ম্যাচের প্রথম দিনেই ৫০০ রান ছুঁয়েছে। এর আগে টেস্ট ম্যাচের প্রথম দিনে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ১৯১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনি টেস্টের প্রথম দিনে ৬ উইকেটে ৪৯৪ রান করে তারা।
advertisement
আরও পড়ুন- বিয়ের জন্য বোর্ডের কাছে ছুটির আবেদন! কে এল রাহুল সাত পাকে বাঁধা পড়ছেন কবে!
ইংল্যান্ড হয়তো আজ নতুন রেকর্ড করতে পারত। কারণ নির্ধারিত ৯০ ওভারের খেলা শেষ হতে ১৫ ওভার বাকি ছিল। ইংলিশ দল এই রেকর্ড ভাঙার থেকে মাত্র ৮২ রান দূরে ছিল। টেস্ট ম্যাচের এক দিনে সর্বোচ্চ রান ৫৮৮। ইংল্যান্ড ১৯৩৬ সালে ম্যানচেস্টারে ভারতের বিরুদ্ধে করেছিল।
ইংল্যান্ডের হয়ে এই টেস্ট ম্যাচে মোট চারজন ব্যাটার সেঞ্চুরি করেছেন। জ্যাক ক্রাউলি (১২২), বেন ডাকেট (১০৭), অলি পোপ (১০৮) ছাড়াও হ্যারি ব্রুকস (১০১*) করেন।
আরও পড়ুন- সুনীল শেট্টির মেয়ের সঙ্গে বিয়ে! কে এল রাহুলের 'এক্স' কে ছিলেন জেনে নিন
এই টেস্টে ইংল্যান্ড সারা দিন ওভারে ৭ রান রেট রেখে খেলতে থাকে। দিন শেষ হওয়া পর্যন্ত রান রেট ৬.৭৫ ছিল। ইংল্যান্ড ১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়েছে। তিনটি টেস্ট ম্যাচ খেলবে তারা। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই তারা রেকর্ড করে ফেলল।