আরও পড়ুন - দয়া করে সম্মান থাকতে অবসর নিন, এবার রোনাল্ডোকে তীব্র আক্রমণ পর্তুগিজ সমর্থকদের!
প্রথমার্ধে গোল হয়নি ম্যাচে। যদিও বলের তখন ছিল ইস্টবেঙ্গলের পায়ে বেশি। কিন্তু এরপর দ্বিতীয়ার্ধে ক্রমশ বাড়ে লাল হলুদ দাপট। দুটো থেকে চারটে পাস খেলে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ছিল লাল হলুদ ফুটবলাররা। প্রথম গোল করেন ব্রাজিলিয়ান ক্লেটন সিলভা। দ্বিতীয় গোল সুমিত পাসি।
advertisement
তৃতীয় গোল আসে পরিবর্ত ফুটবলার হিসেবে নামা সৌভিক চক্রবর্তীর পা থেকে। ডুরান্ড কাপে দেখা গিয়েছিল লাল হলুদ ডিফেন্সে স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেস ছাড়া বাকিদের মধ্যে বোঝাপড়া নেই। কিন্তু আজ দেখা গেল জেরি, অঙ্কিতরাও নিজেদের মানিয়ে নিয়েছেন। মাঝমাঠে ব্রাজিলিয়ান আলেক্স লিমা বুদ্ধিদীপ্ত ফুটবল খেললেন।
তবে অস্ট্রেলিয়ার জর্ডান ডহার্থি এই লাল হলুদ দলটার নিউক্লিয়াস হতে চলেছেন। ডিফেন্স এবং আক্রমণের মধ্যে তিনি বজায় রাখেন আসল ব্যালেন্স। ম্যাচ শেষে কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে দেখা গেল ফুটবলারদের নিয়ে হার্ডল করতে। বোঝাই যাচ্ছে ব্রিটিশ কোচ দেখনদারি সুন্দর ফুটবল খেলার মধ্যে বিশ্বাস করেন না।
ডিরেক্ট ফুটবল এবং প্রতিপক্ষ বোঝে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল তার আসল অস্ত্র। সেটাই অনুশীলনের মাধ্যমে রপ্ত করানোর চেষ্টা চালিয়েছেন। তবে ব্রাজিলিয়ান সিলভা যতদিন যাচ্ছে ততই যেন নিজেকে মেলে ধরছেন। তার সঙ্গে একটা বোঝাপড়া গড়ে তুলছেন
সুহের।