TRENDING:

Emami East Bengal: ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বড় খবর, মঙ্গলবার সব সমস্যার সমাধান লাল-হলুদে

Last Updated:

Emami East Bengal: বহুদিনে সমস্যার সমাধান হবে মঙ্গলবার। ইস্টবেঙ্গল সমর্থকদের মন ভাল করে দেওয়া খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জল্পনার অবসান। লাল-হলুদ ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। কথায় বলে মঙ্গলে ঊষা, বুধে পা...। ইস্টবেঙ্গল ক্লাবেও নতুন মরশুম শুরু প্রবাদের মতোই হতে চলেছে। ‌
advertisement

দোসরা অগাস্ট মঙ্গলবার শহরের পাঁচতারা হোটেলে বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরের দিনই অর্থাৎ ৩ অগাস্ট বুধবার নিজেদের মাঠে অনুশীলনে নেমে পড়বেন ইস্টবেঙ্গল ফুটবলাররা।

আসন্ন মরশুমে ইমামি ইস্টবেঙ্গল নামেই খেলতে চলেছে শতাব্দী প্রাচীন ক্লাবটি। ডুরান্ড, কলকাতা লিগের জন্য কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে সন্তোষ ট্রফি জয়ী কোচ বিনো জর্জকে।

advertisement

আরও পড়ুন- Sanket Mahadev Sargar: হাতে প্লাস্টার, গলায় মেডেল! সংকেতের রুপোর পদক আসলে 'খাঁটি সোনা'

বিনোর তত্ত্বাবধানে বুধবার থেকে অনুশীলন শুরু হবে ইস্টবেঙ্গলের। আইএসএলের জন্য দলের দায়িত্ব নেবেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টটাইন। সেই সময় তার সহকারী হিসেবে বিনো জর্জ কাজ করবেন।

চলতি মাসে শুরু হওয়া ডুরান্ড এবং কলকাতা লিগের সম্পূর্ণ দায়িত্বে বিনো জর্জ থাকবেন। ‌ কলকাতায় পৌঁছে শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের পরিকাঠামো ঘুরে দেখেন তিনি।

advertisement

মাঠ, ড্রেসিংরুম থেকে জিম সবকিছু দেখেই খুশি ঘরোয়া ফুটবলের এই সফল কোচ। শনিবারই কোচের উপস্থিতিতে দলের নতুন ১৪-১৫ জন ফুটবলারের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন ইস্টবেঙ্গল কর্তারা।

সন্তোষ ট্রফিতে রানার্স হওয়া বাংলা দলের বেশ কয়েকজন ফুটবলার ছিলেন। গত বছর কলকাতা লিগে সফল হওয়া কয়েকজন ফুটবলারকেও নেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে চুক্তি চূড়ান্ত না হলেও প্রাথমিক এগ্রিমেন্ট সেরে রাখা হয়েছে‌ ক্লাবের পক্ষ থেকে।

advertisement

আফতাব আলম, মোহিতোষ রায়দের নিয়েই তিন তারিখ থেকে অনুশীলন শুরু করবেন কেরালিয়ান কোচ।  ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ২২ অগাস্ট। ফলে প্রি সিজন অনুশীলন সপ্তাহ তিনেকও করতে পারবে না লাল হলুদ। তবে এত কিছু না ভেবে দ্রুত দলের অনুশীলন শুরু করতে চাইছেন বিনো জর্জ।

কেরলের সন্তোষ ট্রফি জয়ী দলের কয়েকজন ফুটবলার এই দলে যোগ দেবেন বিনো জর্জের হাত ধরেই।‌ ক্লাব সূত্রে খবর, কয়েকজন বিদেশি সহ মরশুমের ফুটবলারদের নামের তালিকা মঙ্গলবার চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেই ঘোষণা করা হতে পারে।

advertisement

আরও পড়ুন- EXCLUSIVE: আগামী বছর জানুয়ারিতে মুক্তি পেতে পারে ঝুলন গোস্বামীর বায়োপিক, চাকদহে শুটিং করবে

ইতিমধ্যেই আইএসএলে খেলা গোলকিপার শুভাশিস রায়চৌধুরী সহ কয়েকজন ফুটবলারের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল। ২৮ অগাস্ট ডার্বি। চির প্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান ধারে ভারে অনেকটাই এগিয়ে বর্তমানে। তবে লাল হলুদের নয়া কোচ এতকিছু ভাবতে নারাজ।

বিনো জর্জ বলেছেন, "ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবে কোচিংয়ে সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। আমার কাজ কঠিন হবে তা জানি। ক্লাবের গৌরব ফেরানোই লক্ষ্য আমার। বিগত বছরের ব্যর্থতা মুছে সমর্থকদের খুশি করতে চাই। পরিকাঠামো যথেষ্ট ভাল ক্লাবের। দ্রুত অনুশীলনে নেমে পড়তে চাই আমরা।"

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

ক্লাব সূত্রে খবর, সোমবার প্রাথমিক চুক্তি হওয়া ফুটবলারদের স্বাস্থ্য পরীক্ষা হবে। ফুটবলারদের রিপোর্ট দেখে চূড়ান্ত সই পর্ব সেরে ফেলবেন কর্তারা।

বাংলা খবর/ খবর/খেলা/
Emami East Bengal: ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বড় খবর, মঙ্গলবার সব সমস্যার সমাধান লাল-হলুদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল