TRENDING:

Ranti-র হ্যাটট্রিকে জয়ে ফিরল ইস্টবেঙ্গল

Last Updated:

পরপর দু’ম্যাচ হারের পর, পাহাড়ে জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল। তবে পাহাড় জয়ও কষ্টসাধ্য হয়ে যেত যদি না র‍্যান্টি থাকতেন। ১৯মিনিটে হ্যাটট্রিক নাইজেরিয়ান গোলমেশিনের। তাতেই পিছিয়ে পড়েও জয় লাল-হলুদ ব্রিগেডের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলং:   খাদের কিনারায় পা হড়কেও বাঁচিয়ে দিলেন একজনই। পরিত্রাতার নাম Ranti Martins। যাঁর হ্যাটট্রিকে আই লিগে নতুন করে অক্সিজেন পেল ইস্টবেঙ্গল। জিইয়ে রাখল খেতাবি লড়াই। সম্মান বাঁচল লাল-হলুদের। আইজল এফসির বিরুদ্ধে প্রথমে দু’গোলে পিছিয়ে পড়েও, ৩-২ গোলে ম্যাচ জিততে সফল ইস্টবেঙ্গলের।
advertisement

ম্যাচের শুরুটা ছিল একেবারে অন্যরকম। মেন্ডি-বেলো ডিফেন্সে। আক্রমণে Ranti -জোয়াকিম। নতুন ফমূর্লাতেও ম্যাচের ১৯ মিনিটেই ব্রেন্ডনের গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। বিরতির পর ধাক্কাটা আরও বাড়ে কিনোওয়াকির গোলে। ০-২ গোলে পিছিয়ে পড়ে যখন দীর্ঘশ্বাস ফেলছেন কোচ বিশ্বজিৎ,তখন ইমানুয়েলের লালকার্ড যেন নতুন রাস্তা খুঁজে দেয় লাল-হলুদ ব্রিগেডকে। ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি থেকে Ranti-র গোল। সেই শুরু। মাত্র ১৯ মিনিটে দশ জনের আইজলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন Ranti। এই জয়ের ফলে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল ইস্টবেঙ্গল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একসময়ের বিনোদনকেন্দ্র আজ ভগ্নদশায়, পুরুলিয়ার 'বিধান টকিস' চেনে না এমন কেউ নেই
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
Ranti-র হ্যাটট্রিকে জয়ে ফিরল ইস্টবেঙ্গল