TRENDING:

পরপর অ্যাওয়ে ম্যাচ, মশাল জ্বালাতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল

Last Updated:

মশাল জ্বালাতে Ranti ভরসা। মেন্ডি তুরুপের তাস। পরপর অ্যাওয়ে ম্যাচেই নিজেদের একনম্বর স্থানে তুলে ধরতে বদ্ধপরিকর লাল-হলুদ ব্রিগেড। সালগাওকর ম্যাচ খেলতে ২১জনের লাল-হলুদ ব্রিগেড উড়ে যাচ্ছে গোয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মেন্ডি ম্যাজিক। তিনি আসার পরই জোরকদমে আই লিগ চ্যাম্পিয়নের দৌড়ে ঢুকে পড়েছে ইস্টবেঙ্গল। মেন্ডি যোগ দিতেই পরপর তিনটে হোম ম্যাচেও এসেছে জয়। গোয়ায় আইএসএল চ্যাম্পিয়নের পর এবার আই লিগ চ্যাম্পিয়নের গন্ধও লাল-হলুদে পুরোপুরি ঢুকিয়ে দিতে চান এই ফরাসি তারকা। ৩ ম্যাচে অন্তত ৭ পয়েন্ট লক্ষ্য ইস্টবেঙ্গলের। তাতেই লিগ কোন দিকে মোড় নিচ্ছে, তা বোঝা যাবে। সালগাওকর বনাম মোহনবাগান ম্যাচ দেখতে আগাম গোয়া উড়ে গিয়েছেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। সঙ্গে স্যামি ওমেলো। ড্যারেল ডাফিদের লড়াই দেখে ঠিক করে নেবেন লাল-হলুদের স্ট্র্যাটেজি। শনিবার নিজেদের মাঠে অনুশীলনের পর, রবিবারই গোয়া রওনা দিচ্ছে ২১ জনের লাল-হলুদ ব্রিগেড। সালগাওকরের পর ডিএসকে শিবাজিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ। তারপর আইজল এফসি। Ranti-র কাঁধে ভর রেখেই মশাল জ্বালাতে তৈরি ইস্টবেঙ্গল। আপাতত দলকে শান্ত থাকার বার্তা দিয়েছেন Ranti।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
পরপর অ্যাওয়ে ম্যাচ, মশাল জ্বালাতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল