#কলকাতা: আইএসএল শেষের পথেই এবার আই লিগের দলগঠনে ঝাঁপাল ইস্টবেঙ্গল। একঝাঁক তারকার তালিকা কর্তাদের হাতে জমা দিলেন লালহলুদ কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। সে তালিকায় রয়েছে অমরিন্দর সিং, জেজে, সঞ্জু প্রধান, হাওকিপ, শেহনাজ, জ্যাকি চাঁদের নাম। আই লিগে এদেরকে নিয়েই নতুন করে দল করতে চান বিশ্বজিৎ ভট্টাচার্য। একইসঙ্গে নতুন মার্কির জন্য আইএসএল-এর ফুটবলারদের দর বেশি হওয়ায়, নতুন বিদেশি খুঁজছেন কর্তারা। অাই লিগের আগে আবাসিক শিবির না হলেও, প্রথম ম্যাচের পরেই গোয়াতে ছ’দিনের শিবির করবে ইস্টবেঙ্গল।