বার্থ ডে বয় বলে কথা। তারপর আবার জোড়া গোল। সিং আজ ফুলটুস কিং। কটকের টিম হোটেলে ভাংড়ায় আজ ভাসার রাত। মর্গ্যানকেও উতরে দিয়েছেন অনেক ভাইটাল ম্যাচে। মনাদার জমানাতেও ফেডে লাল-হলুদের লাইফলাইন রবীন সিং ৷ সেও তো রবীনের পা ধরেই। বার্থ ডে বয়ের জোড়া গোলের কেকে কাঁটা হয়ে থাকল শুধু হলুদ কার্ডটা। আইজল ম্যাচে কার্ড মানেই সেমিফাইনালে নেই সিং পাজি। একই সমস্যায় বুকেনিয়া ও প্লাজাও।
advertisement
চেন্নাই না হয় পেরোনো গেল। কিন্তু জগন্নাথ দেবের শহরে অভিষ্ট সাধন হলে হয়। লাল-হলুদের টিমগেমে এখনো সেই ঝাঁঝটাই নেই। ঠাসবুনোট ভাবটাও নেই মাঝমাঠে। মর্গ্যান দশ মাসে যে সাড়ে সর্বনাশ করে গিয়েছেন, তা সামলাতে সময় লা্গবে মনাদা-ভাস্করদার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2017 8:08 PM IST