ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ইস্টবেঙ্গল। ম্যাচের নবম মিনিটেই সাফল্য আসে লাল-হলুদের মহিলা ব্রিগেডের। সঙ্গীতা বাসফোর গোল করেন ইস্টবেঙ্গলের হয়ে। কল্যাণীর এই তরুণী ফাজিলা ইকওয়াপুটের বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কিটচি এফসি। একের পর এক আক্রমণ গড়ে তোলে দলটি। চাপ বাড়ে লাল-হলুদ রক্ষণে। ম্যাচের ৫৯ মিনিটে হো মুই মেই-এর গোলে সমতা ফেরায় তারা। এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের মুখ আর খোলেনি। ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয় ম্যাচটি।
advertisement
আরও পড়ুনঃ জোর ধাক্কা! ছিটকে গেলেন দুই ভারতীয় তারকা ব্যাটার, কারা হলেন তাদের বদলি?
তবুও গ্রুপের শীর্ষে থেকেই মূল পর্বে জায়গা করে নেয় ইস্টবেঙ্গল। এটাই তাদের প্রথম আন্তর্জাতিক অভিযান এবং সেখানেই সাফল্য ধরা দিল। ওড়িশা এফসির পর ইস্টবেঙ্গল দ্বিতীয় ভারতীয় মহিলা দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করল। ভারতীয় মহিলা ফুটবলের ইতিহাসে এই অর্জন নিঃসন্দেহে গর্বের।