TRENDING:

East Bengal vs Mohun Bagan: ড্র করলেই সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল, জয় ছাড়া গতি নেই মোহনবাগানের, দেখে নিন শেষ চারের অঙ্ক

Last Updated:

East Bengal vs Mohun Bagan: জমে উঠেছে সুপার কাপ। গ্রুপ এ থেকে প্রথম দুটি ম্যাচ জিতেছে বাংলার দুই প্রধান দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ফলে ১৯ জানুয়ারি শুক্রবার মেগা ডার্বিতেই ফয়সালা হবে কোন দল যাবে সেমি ফাইনালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলিঙ্গ: জমে উঠেছে সুপার কাপ। গ্রুপ এ থেকে প্রথম দুটি ম্যাচ জিতেছে বাংলার দুই প্রধান দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ফলে ১৯ জানুয়ারি শুক্রবার মেগা ডার্বিতেই ফয়সালা হবে কোন দল যাবে সেমি ফাইনালে। গ্রুপ পর্বের ম্যাচ হলেও শুক্রবারের মহারণকেই একপ্রকার ফাইনাল বলে ধরে নিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

তবে সুপার কাপের ডার্বিতে শুক্রবার এগিয়ে থেকে নামবে লাল-হলুদ ব্রিগেড। কারণ মেগা ম্যাচ ড্র করলেও শেষ চারের টিকিট পাকা হয়ে যাবে কার্লোস কুয়াদ্রাতের দলের। অপরদিকে, ম্যাচ জেতা ছাড়া কোনও গতি নেই সবুজ-মেরুণের কাছে। তবে এই ম্যাচে ডুরান্ড কাপের ফাইনাল হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে ইস্টবেঙ্গলের কাছে।

কিন্তু কোন অঙ্কে ড্র করলেই সেমিতে পৌছে যাবে লাল-হলুদ? গ্রুপ পর্বে দুটি দলই ২টি করে ম্যাচ খেলেছে। গোল পার্থক্যও দুই দলেরই এক। ইস্টবেঙ্গল ২টি ম্যাচে ৫টি গোল করেছে, ৩টি গোল হজম করেছে। ফলে গোল পার্থক্য ২। অপরদিকে, মোহনবাগান ২টি ম্যাচে ৪টি গোল করেছে ২টি গোল হজম করেছে। ফলে বাগানেরও কিন্তু পার্থক্য ২।

advertisement

আরও পড়ুন: MS Dhoni: শামি অর্জুন পুরস্কার পেলেও ধোনি কেন পাননি? উত্তর জানা আছে কি আপনার

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

কিন্তু সুপার কাপের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে যদি শেষ ম্যাচের পরও দুই দলের পয়েন্ট ও গোল পার্থক্য একই হয় সেক্ষেত্রে ৩ ম্যাচ মিলিয়ে যেই দল বেশি গোল করবে তারাই যাবে পরের রাউন্ডে। সেখানেই এগিয়ে ইস্টবেঙ্গল। ৫টি গোল করেছে কুয়াদ্রাতের দল। বাগান ৪টি। ফলে শেষ ম্যাচ ড্র হলেও সেমিতে যাবে লাল-হলুদ। শুক্রবার জয় ছাড়া গতি নেই মোহনবাগানের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal vs Mohun Bagan: ড্র করলেই সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল, জয় ছাড়া গতি নেই মোহনবাগানের, দেখে নিন শেষ চারের অঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল