তবে সুপার কাপের ডার্বিতে শুক্রবার এগিয়ে থেকে নামবে লাল-হলুদ ব্রিগেড। কারণ মেগা ম্যাচ ড্র করলেও শেষ চারের টিকিট পাকা হয়ে যাবে কার্লোস কুয়াদ্রাতের দলের। অপরদিকে, ম্যাচ জেতা ছাড়া কোনও গতি নেই সবুজ-মেরুণের কাছে। তবে এই ম্যাচে ডুরান্ড কাপের ফাইনাল হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে ইস্টবেঙ্গলের কাছে।
কিন্তু কোন অঙ্কে ড্র করলেই সেমিতে পৌছে যাবে লাল-হলুদ? গ্রুপ পর্বে দুটি দলই ২টি করে ম্যাচ খেলেছে। গোল পার্থক্যও দুই দলেরই এক। ইস্টবেঙ্গল ২টি ম্যাচে ৫টি গোল করেছে, ৩টি গোল হজম করেছে। ফলে গোল পার্থক্য ২। অপরদিকে, মোহনবাগান ২টি ম্যাচে ৪টি গোল করেছে ২টি গোল হজম করেছে। ফলে বাগানেরও কিন্তু পার্থক্য ২।
advertisement
আরও পড়ুন: MS Dhoni: শামি অর্জুন পুরস্কার পেলেও ধোনি কেন পাননি? উত্তর জানা আছে কি আপনার
কিন্তু সুপার কাপের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে যদি শেষ ম্যাচের পরও দুই দলের পয়েন্ট ও গোল পার্থক্য একই হয় সেক্ষেত্রে ৩ ম্যাচ মিলিয়ে যেই দল বেশি গোল করবে তারাই যাবে পরের রাউন্ডে। সেখানেই এগিয়ে ইস্টবেঙ্গল। ৫টি গোল করেছে কুয়াদ্রাতের দল। বাগান ৪টি। ফলে শেষ ম্যাচ ড্র হলেও সেমিতে যাবে লাল-হলুদ। শুক্রবার জয় ছাড়া গতি নেই মোহনবাগানের।