TRENDING:

East Bengal vs Mohun Bagan: ডার্বির আগে হুঙ্কার মোহনবাগান কোচের, লক্ষ্য জানিয়ে দিলেন হাবাস

Last Updated:

East Bengal vs Mohun Bagan: অনেক টালবাহানার পর রবিবারই যুবভারতীতে হচ্ছে আইএসএলে ফিরতি পর্বের ডার্বি। ইস্ট-মোহনের দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ। প্রতিপক্ষকে সমীহ করলেও ৩ পয়েন্ট চাই. সাফ জানিয়ে দিলেন বাগান কোচ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অনেক টালবাহানার পর রবিবারই যুবভারতীতে হচ্ছে আইএসএলের ফিরতি পর্বের ডার্বি। ইস্ট-মোহনের দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ। সুপার কাপের হারের পর আইএসএলের প্রথম ডার্বিতে বদলা নিতে পারেনি মোহনবাগান। মাঠ ছাড়তে হয়েছিল ১ পয়েন্ট নিয়েই। তবে বিগত দেড় মাসে ছবিটা অনেকটা বদলে গিয়েছে। হাবাসের কোচিংয়ে মোহনবাগান এখন কার্যত অপ্রতিরোধ্য। অপরদিকে, সুপার কাপ জিতলেও আইএসএলে একেবারেই ছন্দে নেই কার্লোস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। প্রায় হাতছাড়া সুপার সিক্সে ওঠার সুযোগও।
advertisement

এই পরিস্থিতিতে রবিবাসরীয় ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবছে না সবুজ-মেরুণ ব্রিগেড। কারণ এই ম্যাচ একদিকে সমর্থকদের কাছে যেমন বদলার, পাশাপাশি লিগ শিল্ড জয়ের দৌড়ে থাকতে ৩ পয়েন্ট দরকার হাবাস ব্রিগেডের। তবে বড় ম্যাচের আগে প্রতিপক্ষের প্রতি সমীহের সুর শোনা গলা হাবাসের গলায়। একইসঙ্গে জানিয়ে দিলেন,”এই ম্যাচ নিয়ে কোনও আলাদাআবেগ নয়, লক্ষ্য শুধুই ৩ পয়েন্ট।”

advertisement

ম্যাচের আগের দিন মোহনবাগান কোচ বলেছেন,”ডার্বি নিয়ে আমাদের মধ্যে আলাদা কোনও উন্মাদনা বা উত্তেজনা নেই। আর পাঁচটা ম্যাচের মতই ৩ পয়েন্ট আমাদের লক্ষ্য। আমরা লিগ টেবিলে আরও উপরের দিকে উঠতে চাই। ফ্যানেদের মধ্যে এই ম্যাচ নিয়ে আলাদা উত্তেজনা থাকে জানি। তাই সমর্থকদের মুখে হাসি ফোটতে চাই। প্রতিপক্ষ দলেও যথেষ্ট ভাল ফুটবলার রয়েছে। তবে আমরা ৩ পয়েন্টের লক্ষ্যেই নামব।”

advertisement

আরও পড়ুন: IPL 2024: আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ক্যাচ কে ধরেছেন? নাম কল্পনাও করতে পারবেন না

এদিনের ডার্বিতে কার্যত পূর্ণ শক্তির দল নিয়েই নামতে চলেছে মোহনবাগান। শুধু মাত্র সুমিত রাঠি এবং দীপক টাংরিকে পাওয়া যাবে না। তবে প্রথম একাদশ কী হবে তা নিয়ে কোনও খোলাসা করেননি বাগান কোচ। পরিস্থিতি, দলের শেষ মুহূর্তের পর্যবেক্ষণ,প্রতিপক্ষের শক্তি সব দিক বিচার করেই একাদশ ঠিক করবেন বলে জানিয়েছেন সবুজ-মেরুণের স্প্যানিশ কোচ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal vs Mohun Bagan: ডার্বির আগে হুঙ্কার মোহনবাগান কোচের, লক্ষ্য জানিয়ে দিলেন হাবাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল