এই পরিস্থিতিতে রবিবাসরীয় ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবছে না সবুজ-মেরুণ ব্রিগেড। কারণ এই ম্যাচ একদিকে সমর্থকদের কাছে যেমন বদলার, পাশাপাশি লিগ শিল্ড জয়ের দৌড়ে থাকতে ৩ পয়েন্ট দরকার হাবাস ব্রিগেডের। তবে বড় ম্যাচের আগে প্রতিপক্ষের প্রতি সমীহের সুর শোনা গলা হাবাসের গলায়। একইসঙ্গে জানিয়ে দিলেন,”এই ম্যাচ নিয়ে কোনও আলাদাআবেগ নয়, লক্ষ্য শুধুই ৩ পয়েন্ট।”
advertisement
ম্যাচের আগের দিন মোহনবাগান কোচ বলেছেন,”ডার্বি নিয়ে আমাদের মধ্যে আলাদা কোনও উন্মাদনা বা উত্তেজনা নেই। আর পাঁচটা ম্যাচের মতই ৩ পয়েন্ট আমাদের লক্ষ্য। আমরা লিগ টেবিলে আরও উপরের দিকে উঠতে চাই। ফ্যানেদের মধ্যে এই ম্যাচ নিয়ে আলাদা উত্তেজনা থাকে জানি। তাই সমর্থকদের মুখে হাসি ফোটতে চাই। প্রতিপক্ষ দলেও যথেষ্ট ভাল ফুটবলার রয়েছে। তবে আমরা ৩ পয়েন্টের লক্ষ্যেই নামব।”
আরও পড়ুন: IPL 2024: আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ক্যাচ কে ধরেছেন? নাম কল্পনাও করতে পারবেন না
এদিনের ডার্বিতে কার্যত পূর্ণ শক্তির দল নিয়েই নামতে চলেছে মোহনবাগান। শুধু মাত্র সুমিত রাঠি এবং দীপক টাংরিকে পাওয়া যাবে না। তবে প্রথম একাদশ কী হবে তা নিয়ে কোনও খোলাসা করেননি বাগান কোচ। পরিস্থিতি, দলের শেষ মুহূর্তের পর্যবেক্ষণ,প্রতিপক্ষের শক্তি সব দিক বিচার করেই একাদশ ঠিক করবেন বলে জানিয়েছেন সবুজ-মেরুণের স্প্যানিশ কোচ।