TRENDING:

East Bengal: শেষ লগ্নে হাল ফেরাতে ইস্টবেঙ্গলে সই 'মেসি'-র! ফিরবে লাল-হলুদের সোনালী দিন?

Last Updated:

East Bengal: মরশুমের শেষ লগ্নে এসে ইস্টবেঙ্গলে সই করলেন আরও এক বিদেশি। জল্পনা কয়েক দিন ধরেই চলছিল। অবশেষে বুধবার সন্ধ্যা ক্লাবের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল তাঁর যোগদানের কথা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইএসএসেলর শেষ ছয়ে থাকার আশা কার্যত শেষ হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। তারমধ্যে চোট সমস্যায় জর্জরিত দল। নতুন কোচ অস্কার ব্রুজোর অধীনে কয়েকটি ম্যাচ জিতলেও এখনও ছন্দের ধারেকাছে নেই লাল-হলুদ ব্রিগেড। এই পরিস্থিতিতে মরশুমের শেষ লগ্নে এসে ইস্টবেঙ্গলে সই করলেন আরও এক বিদেশি।
News18
News18
advertisement

জল্পনা কয়েক দিন ধরেই চলছিল। অবশেষে বুধবার সন্ধ্যা ক্লাবের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল ক্যামেরুনের রাফায়েল মেসি বোউলিকে সই সই করানোর কথা। ২০১৯ সাল থেকে ভারতীয় ফুটবলে খেলছেন তিনি। ভারতীয় ফুটবলের ধারনা থাকার কারণেই ক্যামেরুনের আক্রমণ ভাগের প্লেয়ারকে দলে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ক্লাবের তরফে।

মরশুমেপ শেষ দিকে কেনও আরও একজন অ্যাটাকিং প্লেয়ারকে সই করাল ইস্টবেঙ্গল তা নিয়ে প্রশ্ন থাকছে। মনে করা হচ্ছে ক্লেটন সিলভার জায়গাতেই বোউলিকে খেলাতেই চাইছেন লাল-হলুদ কোচ। এই মরশুমের শেষ পর্যন্ত নয়া বিদেশীর সঙ্গে চুক্তি করেছে ইস্টবেঙ্গল। রাফায়েল মেসি বোউলি ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ আরও শক্তিশালী করবে বলেই মত অস্কার ব্রুজোর।

advertisement

আরও পড়ুনঃ GK: কোন গাছে ৪০ রকমের ভিন্ন ফুল-ফল হয়? এই অবিশ্বাস্য গাছের কথা অনেকেই জানেন না

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, শুধু ভারত নয়, এর আগে চিন ও ক্যামেরুনের একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে রাফায়েল মেসি বোউলির। ১৭৩টি ম্যাচে ৬৯টি গোল রয়েছে তাঁর। ইস্টবেঙ্গলের মত ক্লাবে যোগ দিতে পেরে নিজেকে গর্বিত ও সমর্থকদের সামনে খেলতে মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন লাল-হলুদের নয়া বিদেশী।

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: শেষ লগ্নে হাল ফেরাতে ইস্টবেঙ্গলে সই 'মেসি'-র! ফিরবে লাল-হলুদের সোনালী দিন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল