জল্পনা কয়েক দিন ধরেই চলছিল। অবশেষে বুধবার সন্ধ্যা ক্লাবের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল ক্যামেরুনের রাফায়েল মেসি বোউলিকে সই সই করানোর কথা। ২০১৯ সাল থেকে ভারতীয় ফুটবলে খেলছেন তিনি। ভারতীয় ফুটবলের ধারনা থাকার কারণেই ক্যামেরুনের আক্রমণ ভাগের প্লেয়ারকে দলে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ক্লাবের তরফে।
মরশুমেপ শেষ দিকে কেনও আরও একজন অ্যাটাকিং প্লেয়ারকে সই করাল ইস্টবেঙ্গল তা নিয়ে প্রশ্ন থাকছে। মনে করা হচ্ছে ক্লেটন সিলভার জায়গাতেই বোউলিকে খেলাতেই চাইছেন লাল-হলুদ কোচ। এই মরশুমের শেষ পর্যন্ত নয়া বিদেশীর সঙ্গে চুক্তি করেছে ইস্টবেঙ্গল। রাফায়েল মেসি বোউলি ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ আরও শক্তিশালী করবে বলেই মত অস্কার ব্রুজোর।
advertisement
আরও পড়ুনঃ GK: কোন গাছে ৪০ রকমের ভিন্ন ফুল-ফল হয়? এই অবিশ্বাস্য গাছের কথা অনেকেই জানেন না
প্রসঙ্গত, শুধু ভারত নয়, এর আগে চিন ও ক্যামেরুনের একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে রাফায়েল মেসি বোউলির। ১৭৩টি ম্যাচে ৬৯টি গোল রয়েছে তাঁর। ইস্টবেঙ্গলের মত ক্লাবে যোগ দিতে পেরে নিজেকে গর্বিত ও সমর্থকদের সামনে খেলতে মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন লাল-হলুদের নয়া বিদেশী।