TRENDING:

East Bengal: ইস্টবেঙ্গলে এলেন দেশের অন্যতম কমপ্লিট ডিফেন্ডার! উত্তেজনায় কাবু লাল হলুদ সমর্থকরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রথমে নন্দকুমার, তারপর স্প্যানিশ ফুটবলার বোরহা হেরেরা। পরপর দুদিন দুজন ভাল ফুটবলার সই করিয়ে চমক দিয়েছিল ইস্টবেঙ্গল। বুধবার ফের চমক দিল লাল হলুদ। দেশের অন্যতম কমপ্লিট ডিফেন্ডার নিশু কুমার সই করলেন ইস্টবেঙ্গলে। এদিন দুপুরে ক্লাবের ইনভেস্টার সংস্থার তরফ থেকে সরকারিভাবে সেই খবর জানিয়ে দেওয়া হল। নিশু লাল হলুদে সই করেছেন লোন ডিলে এক বছরের জন্য। টাকার পরিমান বলা না হলেও মনে করা হচ্ছে যথেষ্ট বড় টাকা খরচ করেই তাকে নেওয়া হয়েছে।
লাল হলুদ জার্সিতে দেখা যাবে নিশু কুমারকে
লাল হলুদ জার্সিতে দেখা যাবে নিশু কুমারকে
advertisement

নিশু উত্তরপ্রদেশের মুজাফফর নগরের ছেলে। চন্ডিগড় ফুটবল একাডেমি এবং এআইএফএফ এলিট একাডেমি থেকে উঠে এসেছেন। তার প্রথম ক্লাব বেঙ্গালুরু এফসি। তাদের জার্সিতে আই লিগ এবং আইএসএল চ্যাম্পিয়ন হয়েছেন। সুপার কাপ খেলেছেন। ভারতের জার্সিতেও খেলেছেন কয়েকটা ম্যাচ। নিশু দলে থাকার সবচেয়ে বড় সুবিধে তিনি ডান দিক এবং বাঁদিক দুদিকেই সমান ভাবে অপারেট করতে পারেন। দুটো পা কাজ করে।

advertisement

গতি আছে, ফুটবল বুদ্ধি ভাল এবং লড়াকু ছেলে। ইস্টবেঙ্গলের স্প্যানিশ ম্যানেজার কার্লোস কুয়াড্রত আগেই জানিয়েছিলেন নিশু তার হাতে তৈরি ফুটবলার। ফলে তার শক্তি এবং দুর্বলতা সম্পর্কে তিনি ওয়াকিবহাল। তিনি নিশ্চিত নিশু ইস্টবেঙ্গলে আসার ফলে দলের গভীরতা বাড়বে। নিশু নিজে মনে করেন একজন ফুটবলারের জীবন তখন পরিপূর্ণ হয় যখন সে অন্তত একটা বছর কলকাতা ফুটবলে খেলে।

advertisement

তাই ইস্টবেঙ্গলের প্রস্তাব পেয়ে এই চ্যালেঞ্জ নিতে তৈরি হয়ে গিয়েছেন তিনি। তিনি জানেন প্রতিমুহূর্তে সমালোচনা এবং চাপ তৈরি হবে। কিন্তু যে ফুটবলার সেটা কাটিয়ে এগিয়ে যেতে পারবে তাকে আর পেছনে ফিরে দেখতে হবে না। তাই লাল হলুদ সমর্থকদের কাছে নিশুর প্রতিজ্ঞা মাঠে নেমে নিজের সেরাটা দেবেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তিনি নিশ্চিত এবার ইস্টবেঙ্গল আগের থেকে অনেক ভাল ফল করবে আইএসএল টুর্নামেন্টে। এই দলের কোটি কোটি সমর্থকদের আশীর্বাদ চেয়েছেন তিনি। ডার্বি সম্পর্কে জানেন। কিন্তু এখন ওসব নিয়ে ভাবতে চান না দেশের অন্যতম সেরা কমপ্লিট ডিফেন্ডার। জানিয়ে দিয়েছেন কোচ তাকে যেরকম জায়গায় খেলাবেন সেভাবেই মানে নেওয়ার চেষ্টা করবেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: ইস্টবেঙ্গলে এলেন দেশের অন্যতম কমপ্লিট ডিফেন্ডার! উত্তেজনায় কাবু লাল হলুদ সমর্থকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল