TRENDING:

East Bengal: ইস্টবেঙ্গলে স্পেনের দুর্ধর্ষ মিডফিল্ডার! ডার্বির চ্যালেঞ্জ নিতে তৈরি এখন থেকেই

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একদিন আগেই ভারতীয় ফুটবলের উঠতি তারকা নন্দকুমারকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। নন্দ দলে আসার একদিন পরেই আবার একটা বড় ঘোষণা করল লাল হলুদ। এবার ইস্টবেঙ্গলের জালে স্প্যানিশ ফুটবলার বোরহা হেরেরা। আগে থেকেই আন্দাজ পাওয়া গিয়েছিল হায়দারাবাদ এফসির এই ফুটবলার আসতে পারেন কলকাতায়। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টার ভেতর ভেতর অনেক দিন ধরেই কথা চালাচ্ছিল।
লাল হলুদ জার্সিতেই খেলতে দেখা যাবে বোরহাকে
লাল হলুদ জার্সিতেই খেলতে দেখা যাবে বোরহাকে
advertisement

অবশেষে সোমবার সরকারিভাবে ইস্টবেঙ্গল জানিয়ে দিল বোরহা হেরেরাকে দলে নেওয়ার কথা। স্প্যানিশ ফুটবলারটি গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২২ টি ম্যাচ খেলেছেন। চারটি গোল, পাঁচটি আসিস্ট এবং প্রচুর পরিশ্রম করেছেন মাঠের মাঝখানে। একটু বাঁদিক থেকে খেলতে ভালোবাসেন। প্রয়োজনে ডিফেন্স করতেও পারেন।বোরহা দলে যোগ দেওয়ার ফলে ইস্টবেঙ্গলের গভীরতা বাড়বে মনে করেন স্প্যানিশ কোচ কার্লস কুয়াড্রত।

advertisement

স্পেনের এই ফুটবলার যেমন বল কন্ট্রোল করতে পারেন, তেমন খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারেন দীর্ঘক্ষণ বল ধরে রেখে। স্পেনের লা পালমাস ক্লাবে বড় হয়ে উঠেছেন হেরেরা। কয়েকটি স্প্যানিশ ক্লাবে খেলা ছাড়াও ইসরাইলের লিগে খেলার অভিজ্ঞতা আছে। তবে গতবার ভারতীয় ফুটবলে তিনি যেভাবে মানিয়ে নিয়েছিলেন তাতে ইস্টবেঙ্গলের সুবিধা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ডুরান্ড কাপেও খেলেছেন তিনি। বোরহা জানিয়েছেন ইস্টবেঙ্গলের চাপ নিতে তৈরি তিনি। কলকাতা ডার্বি সম্পর্কে অনেক শুনেছেন। নিজের চোখে দেখেছেন। এটাই যে ভারতীয় ফুটবলের সেরা ম্যাচ সেটা বিলক্ষণ জানেন এই স্প্যানিশ ফুটবলার। হেরেরা এখন সম্পূর্ণ তৈরি তাড়াতাড়ি ভারতে আসতে এবং ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তুলে নিতে। দলের বাকিদের সঙ্গে তাড়াতাড়ি বোঝাপড়া তৈরি করতে হবে জানান তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: ইস্টবেঙ্গলে স্পেনের দুর্ধর্ষ মিডফিল্ডার! ডার্বির চ্যালেঞ্জ নিতে তৈরি এখন থেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল