TRENDING:

SC East Bengal: নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর জন্য এবার বিশেষ পরিকল্পনা ছকা চলছে ইস্টবেঙ্গলে

Last Updated:

East Bengal officials taking advice from former footballers regarding preparation for next season.প্রাক্তন ফুটবলারদের মতামত নিয়ে নতুন মরশুমে দল গোছাবে লাল হলুদ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রাক্তন ফুটবলারদের মতামত নিয়ে নতুন মরশুমে দল গোছাবে লাল হলুদ
প্রাক্তন ফুটবলারদের মতামত নিয়ে নতুন মরশুমে দল গোছাবে লাল হলুদ
advertisement

আরও পড়ুন - ATKMB, Roy Krishna : রয় কৃষ্ণকে ছাড়াই সুনীল ছেত্রীদের বিরুদ্ধে তিন পয়েন্ট নিতে মরিয়া মোহনবাগান কোচ

ভাস্কর গঙ্গোপাধ্যায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, বিকাশ পাঁজি, মনোরঞ্জন ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায়, রহিম নবি, অমিত ভদ্র, সুমিত মুখোপাধ্যায়-সহ একঝাঁক তারকার সঙ্গে তাঁরা আলোচনায় বসেছিলেন ভবিষ্যতের রূপরেখা প্রস্তুত করতে। ঘণ্টা দু’য়েকের এই বৈঠকে প্রাক্তন ফুটবলাররা প্রস্তাব দিয়েছেন লিগ, শিল্ড, ডুরান্ড কাপের মতো প্রতিযোগিতায় খেলার।

advertisement

আরও পড়ুন - Shane Warne England coach: ইংল্যান্ডের প্রধান কোচ হতে চান শেন ওয়ার্ন! অজিদের কাছে খেলেন ব্যাপক গালাগাল

আলোচনা শেষ হওয়ার পরে প্রশান্ত বললেন, আমরা লিগ, শিল্ড, ডুরান্ড কাপে খেলার জন্য পরামর্শ দিয়েছি ক্লাবকে। জানিয়েছি, এর জন্য দ্রুত দল গঠন করাও অত্যন্ত জরুরি। ক্লাব কর্তাদের কাছে নিশ্চয়ই ফুটবলারদের তালিকা রয়েছে। আমরাও কিছু ফুটবলার নির্বাচন করব। তিনি আরও বলেছেন, ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাব লিগ, শিল্ড, ডুরান্ড কাপে খেলবে, এটাই তো স্বাভাবিক। যত বেশি প্রতিযোগিতায় খেলবে দল, ফুটবলাররা তত বেশি তৈরি হওয়ার সুযোগ পাবে।

advertisement

হারতে হারতে ওদের লড়াইয়ের মানসিকতাই নষ্ট হয়ে গিয়েছে এখন। আইএসএলের জন্য কী পরিকল্পনা নেওয়া হয়েছে? প্রশান্তর কথায়, এই বিষয়টা পুরোটাই নির্ভর করছে ক্লাবের বিনিয়োগকারীর উপরে। আমাদের এখানে ভূমিকা নেই। ক্লাব কর্তারাই বিষয়টা দেখছেন। তাছাড়া আইএসএলের জন্য অনেক সময় রয়েছে। আগামী বৃহস্পতিবার আরও একবার আমরা নিজেদের মধ্যে আলোচনায় বসব। ফুটবলার বাছাইয়ের পদ্ধতি কী হবে?

advertisement

আর এক প্রাক্তন বললেন, সন্তোষ ট্রফি-সহ বিভিন্ন প্রতিযোগিতায় আমরা খেলা দেখতে যাব। সেখান থেকেই প্রতিশ্রুতিমান ফুটবলার তুলে আনার পরিকল্পনা রয়েছে। তবে বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতা খেললেও ইস্টবেঙ্গলের আসল লক্ষ্য আইএসএলে সফল হওয়া তাতে সন্দেহ নেই।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেশের অন্যতম সেরা জনপ্রিয় ক্লাব, যাদের সমর্থক বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে, তাদের আইএসএলে ভাল স্পন্সর অথবা ইনভেস্টর পেতে সমস্যা হওয়ার কথা নয়। ভেতর ভেতর সেই প্রক্রিয়া চলছে। অন্তত তিনটে সংস্থার সঙ্গে কথাবার্তা এগিয়েছে লাল-হলুদ ক্লাবের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
SC East Bengal: নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর জন্য এবার বিশেষ পরিকল্পনা ছকা চলছে ইস্টবেঙ্গলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল