TRENDING:

ডার্বির কম টিকিটের অভিযোগে মোহনবাগানের পাশেই ইস্টবেঙ্গল কর্তারা, ইনভেস্টরদের একহাত নিলেন

Last Updated:

East Bengal officials blame investor Emami for problem regarding distribution of tickets in Derby. ডার্বির কম টিকিটের অভিযোগে মোহনবাগানের পাশেই ইস্টবেঙ্গল কর্তারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অতীতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাব কর্তারা ক্লাব চালানোর ক্ষেত্রে হয়তো বহুবার আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু বড় ম্যাচ এলে টিকিট বন্টন নিয়ে গন্ডগোল খুব বেশি শোনা যায়নি। দুই ক্লাবে ইনভেস্টর এসে আর্থিক উন্নতি হয়েছে বটে, কিন্তু তারা দুই দলের সমর্থকদের আবেগ এবং সংস্কৃতি সম্পর্কে কিছুই জানেন না। তার প্রতিফলন এবার দেখা গেল কলকাতা ডার্বির টিকিট বন্টন নিয়ে।
ডার্বির আগে ফের ইস্টবেঙ্গল বনাম ইনভেস্টর কাজিয়া তুঙ্গে
ডার্বির আগে ফের ইস্টবেঙ্গল বনাম ইনভেস্টর কাজিয়া তুঙ্গে
advertisement

ডার্বি ম্যাচের টিকিট বন্টন নিয়ে অশান্তি শুরু। এবারের ডার্বি আয়োজনের দায়িত্বে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। ফলে লাল হলুদের হোম ম্যাচ হওয়ায় টিকিট বন্টনের দায়িত্বও তাদের। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিআইপিদের জন্য আগে ১২০ টি টিকিট দেওয়া হত। এবার নাকি তার অর্ধেকও দেওয়া হয়নি বলে জানিয়েছে লাল হলুদ।

আরও পড়ুন - হঠাৎ করেই ঢাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলাদেশের ভালোবাসায় ফের মুগ্ধ কলকাতার মহারাজ

advertisement

এবার সেই একই অভিযোগ তুলে টিকিট ফেরত দিল সবুজ মেরুন। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে মোহনবাগান জানিয়েছে যে পরিমাণ ভিআইপি টিকিট তাদের দেওয়া হয়েছে তাতে ক্লাব কর্তাদের ঠিক ভাবে টিকিট বণ্টন করা যাচ্ছে না। কর্তারা একটি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে টিকিট ফেরত দেওয়ার। তবে সমর্থকদের জন্য যে টিকিট পাঠানো হয়েছিল তা সঠিকভাবেই বন্টন করেছে মোহনবাগান কর্তৃপক্ষ।

advertisement

দুই প্রধানের অভিযোগকে কার্যত মান্যতা দিয়ে টিকিট ফেরত দিয়েছে বাংলার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইএফএ। তারাও প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তাদের কাছে ৫০০ সাধারণ টিকিট পাঠানো হয়েছে কিন্তু তাদের অধীনে ৩০০টির বেশি ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থা রয়েছে। এত কম টিকিট তাদের পক্ষে বন্টন করা সম্ভব নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা অবশ্য এই টিকিট বন্টনের অভিযোগ চাপিয়ে দিচ্ছেন ইনভেস্টর কোম্পানির দিকে। তাদের হাতে দায়িত্ব থাকলে এমনটা হত না জানিয়েছেন তারা। এর ফলে ইস্টবেঙ্গলের কর্তারা নিজেরাই এই ম্যাচ মাঠে দেখতে যাবেন কিনা তাই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ইনভেস্টর সংস্থার পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি এখনও।

বাংলা খবর/ খবর/খেলা/
ডার্বির কম টিকিটের অভিযোগে মোহনবাগানের পাশেই ইস্টবেঙ্গল কর্তারা, ইনভেস্টরদের একহাত নিলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল