আরও পড়ুন - Harmanpreet Kaur : সিন্ধু এবং নীরজ চোপড়ার থেকে টিপস চাইবেন মেয়েদের অধিনায়ক হরমনপ্রীত
ফুটবল পাগল কেরলে কোচ হিসেবে চাপ থাকলেও বাংলায় সেই চাপ অনেক বেশি। কিন্তু সফল হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী জর্জ। সরকারি ঘোষণা এখনও বাকি। তবে আসন্ন মরশুমে ঘরোয়া লিগের জন্য ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে চলেছেন বিনো জর্জ। শনিবারই ক্লাবের পক্ষ থেকে সবুজ সঙ্কেত পেয়েছেন তিনি। আগামী সপ্তাহের শুরুতেই শহরে পা রাখার কথা তাঁর।
advertisement
এই প্রসঙ্গে বিনো জানান, লাল-হলুদ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, দু-একদিনের মধ্যেই কলকাতায় পৌঁছে যাব। ঘরোয়া লিগের জন্য প্রাথমিকভাবে ১৬জন ফুটবলারের সঙ্গে চুক্তি সেরে রেখেছে ক্লাব। পাশাপাশি সন্তোষ ট্রফিতে নজর কাড়া বেশ কয়েকজন ফুটবলারকে নিয়ে আসছেন বিনো।
তিনি জানান, বেশির ভাগ ফুটবলারই বিভিন্ন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তারপরই তিনজন ফুটবলারকে মনে ধরেছে। আশা করছি, ওরা ভবিষ্যতের সম্পদ হতে পারে। এদিকে, শনিবার ফের প্রিমিয়ার লিগ ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসেছিল আইএফএ। বৈঠকে ঠিক হয়েছে, ২ আগস্ট শুরু হবে প্রিমিয়ার লিগের প্রাথমিক পর্বের খেলা।
এদিকে দেরিতে শুরু করলেও ইস্টবেঙ্গল চেষ্টা করছে যতটা সম্ভব শক্তিশালী দল তৈরি করতে। যথেষ্ট বড় বাজেট তাদের। প্রয়োজনে অন্য ক্লাব থেকে ট্রান্সফার ফি দিয়েও ফুটবলার কিনতে চায় তারা। জর্জ তার কাজ সম্পর্কে ওয়াকিবহাল। জানেন প্রথম ম্যাচ কলকাতা ডার্বি। তবে চাপ নিতে রাজি নন তিনি।