তিনি নিজে মগ্ন বাগানের অনুশীলনে। মাথায় শুধুই ফেড কাপ। অথচ নর্ডিকে নিয়ে মাথাব্যথার শেষ নেই অন্য ক্লাবদলগুলোর। আই লিগের পরই আইএসএল। নর্ডি নিজে মুম্বই সিটি এফসি-তে খেলতে চান। কিন্তু আগামীবারের আই লিগ? তা নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে চান না তিনি। এরইমাঝে নর্ডির দিকে নজর ইস্টবেঙ্গল আর বেঙ্গালুরু এফসি-র। নর্ডিকে ধরে রাখতে না পারলে নিঃসন্দেহে বড় ধাক্কা বাগানের। সেটা জানলেও, বাজেট সমস্যায় বারবার বাগান কর্তারা এক পা এগিয়ে, দু-পা পিছিয়ে যাচ্ছেন। আর সেটাই কাজে লাগাতে চায় বেঙ্গালুরু-ইস্টবেঙ্গল।
advertisement
মর্গ্যানের তালিকাতেও রয়েছেন নর্ডি। বেঙ্গালুরুর প্রাথমিক লিস্টেও নর্ডি। রণবীরের দলে খেলা সুনীল ছেত্রীকে দিয়েই নর্ডিকে রাজি করানোর ভাবনা বেঙ্গালুরুর। মর্গ্যানের কথা অল-আউট ঝাঁপাতে তৈরি লাল-হলুদ। এতসবের মাঝেও অবশ্য নিশ্চুপ সনি নর্ডি। বেঙ্গালুরু-ইস্টবেঙ্গল দড়ি টানাটানিতে মোহনবাগানের স্ট্র্যাটেজি ওয়েট অ্যান্ড সী।