মুখের উপর সত্যি কথা বলে দেওয়া এবং চড়া মেজাজ ছিল তার শত্রু। কিন্তু প্রো লাইসেন্স পাওয়া এলকো বরাবর নিজের ফুটবল দর্শন থেকে সরে আসেননি। দীর্ঘদিন আরব আমিরাতে থাকতেন। এবার একটা বিশাল উন্নতি হয়েছে এলকোর। সৌদির প্রো লিগের দল আল ইত্তেফাক ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর নির্বাচিত হয়েছেন তিনি। তার তলায় কোচ হিসেবে কাজ করবেন ইংল্যান্ডের বিখ্যাত ফুটবলার স্টিভেন জেরার্ড।
advertisement
এলকর ফুটবল নিয়ে পড়াশোনা এবং ডিগ্রির কারণেই এমনটা সম্ভব হল। নবাব ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন। বাংলার ফুটবল কর্তা হিসেবে তিনি আজ গর্বিত। অবশ্য ইস্টবেঙ্গল ক্লাবেরও গর্বিত হওয়ার মত ব্যাপার। এলকো এরপর থেকে পরামর্শ করবেন কিভাবে আটকানো যায় প্রতিপক্ষ ক্লাব আল নাসরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। সত্যিই ভারতীয় ফুটবলের কাছেও এটা একটা গর্বের দিন। আর ইউনাইটেড স্পোর্টস ক্লাব বরাবর সঠিক কোচ এবং ফুটবলার চেনে সেটা আজ আবার প্রমাণিত হল।