আরও পড়ুন: শেষ হল বাঘবন্দি খেলা? বাঘিনিকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি বন দফতরের
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল লাল হলুদ বাহিনী। প্রথমার্ধে গোল না এলেও বেশ কিছু গোলের সুযোগ তৈরি হয়েছিল। এর মধ্যেই ৬৪ মিনিটে জিকসনের গোলে হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে যায় অস্কার ব্রুজোঁর দল।
এক গোলে এগিয়ে গেলেও আক্রমণাত্মক ফুটবল বজায় রেখেছিল লালহলুদ ব্রিগেড। কিন্তু গোলের ব্য়বধান কিছুতেই বাড়াতে পারছিল না। নির্ধারিত ৯০ মিনিট পরেও ১-০ গোলে এগিয়ে থাকার সুবাদে একটা সময় পর্যন্ত লালহলুদ সমর্থকেরা প্রায় ধরেই নিয়েছিলেন হায়দরাবাদ থেকে ৩ পয়েন্ট আসছেই।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ বাইক দুর্ঘটনা! পিকআপ ভ্যানে ধাক্কা মারতেই দাউ দাউ করে আগুন, ঝলসে মৃত্যু দুই আরোহীর
শেষ মুহুর্তে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকে হায়দরাবাদ। এর মধ্যেই প্রবল নাটকীয় ভাবে শেষ মুহূর্তে গোল করে লালহলুদের আশাভঙ্গ করলেন মনোজ মহম্মদ। বক্সের বাঁদিক থেকে বাঁপায়ের শটে বল জালে জড়ালেন মনোজ। হায়দরাবাদ থেকে মাত্র ১ পয়েন্ট নিয়েই ফিরতে হচ্ছে ইস্টবেঙ্গলকে।