এছাড়া বেঙ্গালুরুর ফেডারেশন কাপ এবং সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার সাক্ষী ছিলেন কুয়াদ্রত। সেই সময় প্রথম ভারতীয় দল হিসেবে এএফসি কাপের ফাইনাল খেলেছিল বেঙ্গালুরু। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরের বছর কার্লস আবার বেঙ্গালুরুকে আইএসএল প্লে অফ এ পৌঁছে দেন। অত্যন্ত ঠান্ডা মাথা এবং বুদ্ধিমান ম্যানেজার হিসেবে পরিচিত তিনি।
বার্সেলোনায় লিওনেল মেসির লা মাসিয়া অ্যাকাডেমির ছাত্র কার্লোস। নিজের ফুটবলার জীবনে ডিফেন্ডার ছিলেন। ১০ বছর সেখানে খেলেছেন। ভারত ছাড়ার পর সাইপ্রাসের একটি ক্লাবে সহকারী হিসেবে কাজ করতেন। ইদানিং ডেনমার্কের নামকরা ক্লাবের সহকারী কোচ হয়েছিলেন। ইমামীর পক্ষ থেকে দেবব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন কার্লোস কুয়াদ্রতকে আগামী দু'বছরের জন্য ইস্টবেঙ্গল ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
advertisement
ক্লাব আশাবাদী তিনি ইস্টবেঙ্গলকে কাঙ্খিত সাফল্য এনে দেবেন। কুয়াদ্রত দায়িত্ব পেয়ে জানিয়েছেন ইস্টবেঙ্গলের ইতিহাস সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে। ভারতের অন্যতম প্রাচীন এবং সমর্থক পরিবেশিত ক্লাব এই ইস্টবেঙ্গল। এই ক্লাবের ইতিহাস দুর্দান্ত।
কলকাতার ফুটবল আবেগ সম্পর্কে তিনি অবগত। আশা করছেন ভারতে ফিরতে পেরে ইস্টবেঙ্গলকে একটা নিজস্ব স্টাইলে খেলাতে পারবেন। ট্রফি জয় তার আসল লক্ষ্য জানিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ। এখন দেখার কত তাড়াতাড়ি ভারতে চলে আসেন কার্লোস।