TRENDING:

East Bengal: চ্যাম্পিয়ন কোচকেই দায়িত্ব দিল ইস্টবেঙ্গল! সুনীলদের প্রাক্তন হেডমাস্টার লাল হলুদে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্টিফেন কনস্ট্যানটাইন যুগ সরকারিভাবে শেষ হওয়ার ঘোষণা কয়েক ঘণ্টা আগে করে দিয়েছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার বিকেলে ইনভেস্টার সংস্থা ইমামির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল আগামী দু বছরের জন্য ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্ব নিচ্ছেন কার্লোস কুয়াদ্রত। বেঙ্গালুরু এফ সির প্রাক্তন কোচ হিসেবে কাজ করে গিয়েছেন তিনি। ২০১৮-১৯ সালে তার হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল সুনীল ছেত্রীর দল।
ইস্টবেঙ্গলে চূড়ান্ত কোচ
ইস্টবেঙ্গলে চূড়ান্ত কোচ
advertisement

এছাড়া বেঙ্গালুরুর ফেডারেশন কাপ এবং সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার সাক্ষী ছিলেন কুয়াদ্রত। সেই সময় প্রথম ভারতীয় দল হিসেবে এএফসি কাপের ফাইনাল খেলেছিল বেঙ্গালুরু। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরের বছর কার্লস আবার বেঙ্গালুরুকে আইএসএল প্লে অফ এ পৌঁছে দেন। অত্যন্ত ঠান্ডা মাথা এবং বুদ্ধিমান ম্যানেজার হিসেবে পরিচিত তিনি।

বার্সেলোনায় লিওনেল মেসির লা মাসিয়া অ্যাকাডেমির ছাত্র কার্লোস। নিজের ফুটবলার জীবনে ডিফেন্ডার ছিলেন। ১০ বছর সেখানে খেলেছেন। ভারত ছাড়ার পর সাইপ্রাসের একটি ক্লাবে সহকারী হিসেবে কাজ করতেন। ইদানিং ডেনমার্কের নামকরা ক্লাবের সহকারী কোচ হয়েছিলেন। ইমামীর পক্ষ থেকে দেবব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন কার্লোস কুয়াদ্রতকে আগামী দু'বছরের জন্য ইস্টবেঙ্গল ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

advertisement

ক্লাব আশাবাদী তিনি ইস্টবেঙ্গলকে কাঙ্খিত সাফল্য এনে দেবেন। কুয়াদ্রত দায়িত্ব পেয়ে জানিয়েছেন ইস্টবেঙ্গলের ইতিহাস সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে। ভারতের অন্যতম প্রাচীন এবং সমর্থক পরিবেশিত ক্লাব এই ইস্টবেঙ্গল। এই ক্লাবের ইতিহাস দুর্দান্ত।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কলকাতার ফুটবল আবেগ সম্পর্কে তিনি অবগত। আশা করছেন ভারতে ফিরতে পেরে ইস্টবেঙ্গলকে একটা নিজস্ব স্টাইলে খেলাতে পারবেন। ট্রফি জয় তার আসল লক্ষ্য জানিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ। এখন দেখার কত তাড়াতাড়ি ভারতে চলে আসেন কার্লোস।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: চ্যাম্পিয়ন কোচকেই দায়িত্ব দিল ইস্টবেঙ্গল! সুনীলদের প্রাক্তন হেডমাস্টার লাল হলুদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল