এর আগে টানা ৬টি ডার্বি হেরে মাঠে নামছে ইস্টবেঙ্গল। তবে এবার সমর্থকদের জয় উপহার দিতে মরিয়া স্টিফেন কনস্ট্যানটাইন। মেগা ম্যাচের আগের দিন লাল-হলুদ কোচ বলেন, 'আমরা এটিকে মোহনবাগানের মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে আছি। ওদের দল খুব ভাল। আমাদের লড়াই কঠিন হবে। আমরা এক সপ্তাহ ধরে এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাই। প্রথম ম্যাচের তুলনায় আমরা এখন অনেকটা গুছিয়ে নিতে পেরেছি নিজেদের। ওদেরও প্রস্তুতি খুব ভাল হয়েছে। আমার মনে হয় শনিবার দুর্দান্ত ম্যাচ হবে।'
advertisement
প্রতিপক্ষ দলকে যথেষ্ট সমীহ করছেন স্টিফেন কনস্ট্যানটাইন। এটিকে মোহনবাগান দলে যে একাধিক ভালো ফুটবলার রয়েছে যাদের বিরুদ্ধে একটু ভুল করলেই আমাদের ধ্বংস করে দিতে পারে, সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। ৬০-৭০ নয়, পুরো ৯০ মিনিট পরিকল্পনা অনুযায়ী ভালো ফুটবল খেলতে পারলেই ডার্বিতে সাফল্য সম্ভব বলে জানান স্টিফেন। তবে ডার্বি যে সবসময় ৫০-৫০ সেই কথাও বলেছেন ইস্টেবঙ্গল কোচ।
আরও পড়ুনঃ ডার্বিতে সিলভার হ্যাটট্রিক দেখছেন ইস্টবেঙ্গল কোচ! মুচকি হেসে জবাব মোহন অধিনায়কের
আইএসএলের শেষ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়ালেও সেই খেলা দলকে ভুলে যেতে বলেছেন কনস্ট্যানটাইন। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা ও নিজেদের রণনীতি অনুযায়ী দলকে ডার্বির আগে তৈরী করাকেই গুরুত্ব দিয়েছেন কনস্ট্যানটাইন। আইএসএল ডার্বিতে দলকে প্রথম জয় এনে দেওয়াই লক্ষ্য লাল-হলুদ কোচের।