TRENDING:

নিজের দলের লক্ষ্য থেকে প্রতিপক্ষকে সমীহ, ডার্বির আগে আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ

Last Updated:

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম ডার্বি। টানা ৬টি ডার্বি হারের পর জয়ের খোঁজে ইস্টবেঙ্গল। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ৩ পয়েন্ট ছাড়া কিছুই ভাবছেন না স্টিফেন কনস্ট্যানটাইন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রথম দুটি ম্যাচে হার দিয়ে আইএসএল অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল। প্রথমে অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে ১-৩ গোলে হার, তারপর ঘরের মাঠে এফসি গোয়ার কাছে ১-২ গোলে হার। তবে তৃতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ায় স্টিফেন কনস্ট্যানটাইনের দল। নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-কে ৩-১ গোলে হারায় লাল-হলুদ ব্রিগেড। এবার সামনে ডার্বি চ্যালেঞ্জ। ডুরান্ড কাপে আত্মঘাতী গোলে ডার্বি হারতে হলেও, আইএসলে দলের ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ।
advertisement

এর আগে টানা ৬টি ডার্বি হেরে মাঠে নামছে ইস্টবেঙ্গল। তবে এবার সমর্থকদের জয় উপহার দিতে মরিয়া স্টিফেন কনস্ট্যানটাইন। মেগা ম্যাচের আগের দিন লাল-হলুদ কোচ বলেন, 'আমরা এটিকে মোহনবাগানের মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে আছি। ওদের দল খুব ভাল। আমাদের লড়াই কঠিন হবে। আমরা এক সপ্তাহ ধরে এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাই। প্রথম ম্যাচের তুলনায় আমরা এখন অনেকটা গুছিয়ে নিতে পেরেছি নিজেদের। ওদেরও প্রস্তুতি খুব ভাল হয়েছে। আমার মনে হয় শনিবার দুর্দান্ত ম্যাচ হবে।'

advertisement

প্রতিপক্ষ দলকে যথেষ্ট সমীহ করছেন স্টিফেন কনস্ট্যানটাইন। এটিকে মোহনবাগান দলে যে একাধিক ভালো ফুটবলার রয়েছে যাদের বিরুদ্ধে একটু ভুল করলেই আমাদের ধ্বংস করে দিতে পারে, সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। ৬০-৭০ নয়, পুরো ৯০ মিনিট পরিকল্পনা অনুযায়ী ভালো ফুটবল খেলতে পারলেই ডার্বিতে সাফল্য সম্ভব বলে জানান স্টিফেন। তবে ডার্বি যে সবসময় ৫০-৫০ সেই কথাও বলেছেন ইস্টেবঙ্গল কোচ।

advertisement

আরও পড়ুনঃ ডার্বিতে সিলভার হ্যাটট্রিক দেখছেন ইস্টবেঙ্গল কোচ! মুচকি হেসে জবাব মোহন অধিনায়কের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আইএসএলের শেষ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়ালেও সেই খেলা দলকে ভুলে যেতে বলেছেন কনস্ট্যানটাইন। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা ও নিজেদের রণনীতি অনুযায়ী দলকে ডার্বির আগে তৈরী করাকেই গুরুত্ব দিয়েছেন কনস্ট্যানটাইন। আইএসএল ডার্বিতে দলকে প্রথম জয় এনে দেওয়াই লক্ষ্য লাল-হলুদ কোচের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
নিজের দলের লক্ষ্য থেকে প্রতিপক্ষকে সমীহ, ডার্বির আগে আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল