ম্য়াচের আগে স্টিফেন কনস্টেনটাইন সাফ কথায় জানিয়ে দিলেন ইস্টবেঙ্গলের ভাগ্য় পরিবর্তন করতেই তিনি এখানে। লিগ টেবিলের শেষে থাকার জন্য় তিনি যে ভারতে কোচিং করাতে আসেননি সেই কথাও জানিয়ে দিলেন লাল-হলুদ কোচ। স্টিফেন কনস্টেনটাইন জানিয়েছেন,'অতীত নিয়ে ভাবতে চাই না। গত মরশুমে কী হয়েছে বা তার আগের মরশুমে কী হয়েছে, তা আমি পরিবর্তন করতে পারব না। পরে কী হতে চলেছে সেটাই আমি কেবল পরিবর্তন করতে পারি।'
advertisement
এছাড়াও স্টিফেন কনস্টেনটাইন বলেছেন,'দল গুছিয়ে নেওয়ার জন্য় বেশি সময় হাতে পাইনি। আমি যখন কলকাতায় এসেছিলাম তখন মাত্র ১২ জন ফুটবলার ছিল। এখন আমাদের স্কোয়াডে ২৬-২৭ জন প্লেয়ার আছে। আগামিকালই বোঝা যাবে আমরা কতটা ভাল বা কতটা খারাপ। এটুকু বলতে পারি, আমরা শেষ হয়ে যাওয়া গল্প নই। কালকের ম্যাচ হারব না এই প্রতিশ্রুতি দিতে পারি বা শেষ স্থান পাওয়ার জন্য আমি ইস্টবেঙ্গলে আসিনি।'
আইএসএলে শুরুর আগে দলকে ক্লোজড ডোর অনুশীলন করিয়েছেন লাল-হলুদের ব্রিটিশ। এর আগে দুই দফায় ভারতীয় দলের কোচ থাকার কারণে এদেশের ফুটবল ও ফুটবলার সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে কনস্টেনটাইনের। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ফের একবার ইস্টবেঙ্গল ক্লাবকে সাফল্য়ের রাস্তায় ফেরাতে মরিয়া স্টিফেন কনস্টেনটাইন। কতটা সফল হবেন তিনি, তার উত্তর দেবে সময়।