TRENDING:

Manuel Diaz Resigns: খারাপ পারফরম্যান্সের জের, পদত্যাগ করলেন এসসি ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াজ

Last Updated:

আইএসএল আট ম্যাচ খেলে ফেললেও এখনও জয় অধরা ইস্টবেঙ্গলের৷ চার পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে লাল হলুদ শিবির (SC East Bengal Coach Manuel Diaz Resigns)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রত্যাশিত ভাবেই আইএসএল-এর (ISL 2021) মাঝপথেই এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ম্যানুয়েল দিয়াজ (Manuel Diaz Resigns)৷ দলের ক্রমাগত খারাপ পারফরম্যান্সের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েই সরলেন দিয়াজ৷ স্পেনীয় কোচ নিজে না সরলে তাঁকে হয়তো বরখাস্ত করা হত৷ সেই ইঙ্গিত পেয়ে নিজে থেকেই সরে দাঁড়ালেন ইস্টবেঙ্গল কোচ৷
এসসি ইস্টবেঙ্গল কোচের পদ ছাড়লেন ম্যানুয়েল দিয়াজ৷
এসসি ইস্টবেঙ্গল কোচের পদ ছাড়লেন ম্যানুয়েল দিয়াজ৷
advertisement

আইএসএল আট ম্যাচ খেলে ফেললেও এখনও জয় অধরা ইস্টবেঙ্গলের৷ চার পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে লাল হলুদ শিবির৷ দু' একটি ম্যাচ বাদ দিলে প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে দল৷ সবথেকে বড় কথা, দিয়াজের দল নির্বাচন নিয়েই বার বার প্রশ্ন উঠছিল৷ কোচের সঙ্গে ফুটবলারদের সম্পর্কের প্রভাবও পড়ছিল দলের পারফরম্যান্সে৷ এই পরিস্থিতিতে দিয়াজের সরে যাওয়া ছিল সময়ের অপেক্ষা৷

advertisement

আরও পড়ুন: রয় কৃষ্ণর পরিবর্তে কোরোর নাম, এশিয়ান ডিফেন্ডার নিতে পারে মোহনবাগান

দিয়াজের পরিবর্ত কে হবে, এখন সেটাই প্রশ্ন লাল হলুদ সমর্থকদের মনে সবথেকে বড় প্রশ্ন৷ ইতিমধ্যেই উঠে এসেছে লাল হলুদে অতীতে কোচিং করিয়ে যাওয়া এলকো শাতোরি, মারিও রিভারাদের নাম৷ এ ছাড়াও বেশ কয়েকজন স্প্যানিশ কোচের সিভি-ও খতিয়ে দেখছেন টিম ম্যানেজমেন্টের কর্তারা৷ শেষ পর্যন্ত নতুন কোচের হাত ধরে নতুন বছরে লাল হলুদ মশাল জ্বলে কি না, সেটাই এখন দেখার৷

advertisement

আরও পড়ুন: করোনা ভাইরাসের ত্রাস ফুটবল মাঠে, একের পর এক ম্যাচ বাতিল প্রিমিয়ার লিগে

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মাত্র কয়েক দিন আগেই ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়িয়েছিলেন এটিকে মোহনবাগান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস৷ নতুন কোচের হাত ধরে জয়ের সরণীতে ফিরেছে এটিকে মোহনবাগান৷ তবে লাল হলুদের ব্যাটন যাঁর হাতেই যাক না কেন, তাঁর কাজটা আরও অনেক বেশি কঠিন হতে চলেছে৷ তার উপর পাঁচ ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে দলের এ বছরের সেরা বিদেশি পেরোসেভিচকে৷ সবমিলিয়ে লাল হলুদের টালমাটাল পরিস্থিতি কাটছে না৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Manuel Diaz Resigns: খারাপ পারফরম্যান্সের জের, পদত্যাগ করলেন এসসি ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল