TRENDING:

Kolkata Derby: ক্লেইটনের জোড়া গোল, ফের নায়ক নন্দ! ভুবনেশ্বরে ডার্বির রং লাল হলুদ

Last Updated:

পরের পর্বে যাওয়ার জন্য এই ম্যাচে ড্র করলেই চলত ইস্টবেঙ্গলের৷ কিন্তু জয় প্রয়োজন ছিল মোহনবাগানের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভুবনেশ্বর: অধিনায়ক ক্লেইটন সিলভার জোড়া গোল, সঙ্গে নন্দকুমার যোগ্য সঙ্গত৷ ভুবনেশ্বরে ডার্বির রং ফের লাল হলুদ৷ শুরুতে গোল করে ভাঙা দল নিয়ে মোহনবাগান এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-১ গোলে ডার্বি জিতে নক আউট পর্বে চলে গেল ইস্টবেঙ্গল৷ ডুরান্ড কাপের গ্রুপ লিগে জয়ের পর দীর্ঘ দিন বাদে মোহনবাগানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেল লাল হলুদ শিবির৷
advertisement

পরের পর্বে যাওয়ার জন্য এই ম্যাচে ড্র করলেই চলত ইস্টবেঙ্গলের৷ কিন্তু জয় প্রয়োজন ছিল মোহনবাগানের৷ ফলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে শেষ পর্যন্ত সুপার কাপের সেমিফাইনালে চলে গেল মশাল বাহিনী৷

আরও পড়ুন: রক্ষণের ভুলে ডুবল ভারত, লড়াই করেও উজবেকিস্তানের বিরুদ্ধে ৩-০ গোলে হার

মূল দলের একাধিক ভারতীয় তারকা না থাকায় ডার্বিতে পিছিয়ে থেকেই শুরু করেছিল মোহনবাগান৷ ডার্বিতে ফের জয়ের জন্য পেত্রাতোস, কামিংস, সাদিকুরাই ছিলেন সবুজ মেরুন শিবিরের ভরসা৷ ভাঙা দল নিয়ে শুরু করেও অবশ্য হেক্টর ইউস্তের গোলে খেলার ১৯ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান৷

advertisement

গোল খেয়েই অবশ্য দ্রুত ফিরে আসে কুয়াদ্রতের ছেলেরা৷ চার মিনিটের মধ্যেই গোল করে সমতা ফেরান অধিনায়ক ক্লেইটন সিলভা৷ তবে বিরতির ঠিক আগে এগিয়ে যাওয়ার দুরন্ত সুযোগ পায় মোহনবাগান৷ বক্সের মধ্যে কিয়ান নাসিরির শট হিজাজির হাতে লাগায় পেনাল্টি পায় মোহনবাগান৷ পেনাল্টি থেকে প্রথম শটে পেত্রাতোস গোল করলেও নিয়ম ভঙ্গের কারণে রেফারি তা বাতিল করেন৷ পেত্রাতোস ফের শট নিলে তা গোলপোস্টে লাগে৷

advertisement

দ্বিতীয়ার্ধে অবশ্য মোহনবাগানকে শুরু থেকেই চেপে ধরেন ক্লেইটন, নন্দরা৷ ম্যাচের ৬৩ মিনিটে গোল করে যান নন্দকুমার৷ ডুরান্ড কাপের পর ফের ডার্বিতে গোল করে নায়ক নন্দ৷ যদিও এই গোলের ক্ষেত্রেও অবদান ছিল ম্যাচের সেরা ক্লেইটনের৷ ইস্টবেঙ্গল অধিনায়কের শট গোলপোস্টে লেগে ফিরে এলে ফাঁকা গোল বল জড়িয়ে দেন সুযোগ সন্ধানী নন্দ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২-১ পিছিয়ে পড়ে আরও চাপে পড়ে যায় মোহনবাগানের অনভিজ্ঞ ভারতীয় খেলোয়াড়রা৷ এর পর ম্যাচের ৮০ মিনিটে দলের জয় নিশ্চিত করেন ক্লেইটন সিলভা৷ মোহনবাগান গোলকিপার অর্শ্ব  আনোয়ারের ভুলের সুযোগ নিয়ে গোল করে যান ক্লেইটন৷ মরিয়া চেষ্টা করেও ব্যবধান কমাতে ব্যর্থ কামিংস, পেত্রাতোসরা৷ বরং খেলার একেবারে শেষ দিকে গোলের সুবর্ণ সুযোগ হারান ইস্টবেঙ্গল খেলোয়াড়রা৷ ম্যাচের সেরা নির্বাচিত হন ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেইটন সিলভা৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Kolkata Derby: ক্লেইটনের জোড়া গোল, ফের নায়ক নন্দ! ভুবনেশ্বরে ডার্বির রং লাল হলুদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল