ক্লাব প্রীতির নামে কলঙ্ক। বটতলা সাক্ষী থাকল একরাশ লজ্জার। ইডেনের বিপরীতে ইস্টবেঙ্গলের শতবর্ষের তোরণ ভেঙে দিলেন মোহনবাগানের জার্সি পড়া গোটা কয়েক উশৃঙ্খল সমর্থক। এদিন ডুরান্ড কাপের খেলায় এটিকে-এর বিরুদ্ধে ২-১ গোলে জেতে মোহনবাগান ৷ অভিযোগ, খেলা শেষ হওয়ার পর মাঠ ফেরত একদল উন্মত্ত বাগান সমর্থক ইস্টবেঙ্গল ক্লাবের গেটে অর্থাৎ লেসলি ক্লডিয়াস সরণির মুখে তৈরি হওয়া অস্থায়ী তোরণে ভাঙচুর চালায় ৷ ছিঁড়ে ফেলা হয় ফেক্স ৷ চলে গুন্ডামি ৷ ঘটনার কড়া নিন্দা সর্বত্র ৷ অভিযুক্ত সমর্থকদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে মোহনবাগান ৷ অভিযুক্তদের বিরুদ্ধে লালবাজারে ক্লাবকর্তারা ৷
advertisement
ঘটনার ভিডিও ফুটেজ লালবাজারে পাঠিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের কাছে দুঃখপ্রকাশ করে নিজেদের খরচে নতুন করে তোরণ তৈরি করে দেওয়া হবে বলেও জানিয়েছেন বাগানের শীর্ষকর্তা সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত।