এবার ডার্বিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে ৬৩ হাজারের কিছু বেশি দর্শক উপস্থিত থাকবে। টিকিট নিয়ে বিগত কয়েক দিনে হাহাকার দেখা গিয়েছে ময়দানে। অনেক ফুটবল ফ্যানই টিকিট পাননি ম্যাচ দেখার। যার ফলে তাদের ভরসা টিভি ও অনলাইন প্ল্যাটফর্ম। ইস্ট-মোহন ডার্বি কোথায়-কখন-কোন চ্যানেলে ও কোন অনলাইনে প্ল্যাটফর্মে দেখা যাবে তা নিয়ে কৌতুহল রয়েছে ফুটবল প্রেমিদের মধ্যে।
advertisement
শনিবার বিকেল ৪.৪৫ মিনিট থেকে শুরু হবে ইস্ট-মোহনের ডার্বি। এবার ডুরান্ড কাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে সোনি। ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকে শুরু করে সবকটি ম্যাচ সম্প্রচার করা হবে সোনি নেটওয়ার্কে। সোনি স্পোর্টস টেন টু চ্যানেলে দেখা যাবে ডার্বি ম্যাচের সরাসরি সম্প্রচার। এছাড়া অনলাইনে দেখতে হলে সোনি লিভ (Sony LIV) অ্যাপে দেখা যাবে ম্যাচটি। তবে অনলাইনে ফ্রি-তে দেখা যাবে না ডার্বি। থাকতে হবে সাবস্ক্রিপশন।
আরও পড়ুনঃ IND vs WI 4th T20: মার্কিন মুলুকে ভারতের মরণ-বাঁচন লড়াই, সিরিজে সমতা ফেরাতে দলেও থাকতে পারে চমক
প্রসঙ্গত, ডার্বির আগে ডুরান্ডে ২টি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। অপরদিকে, একটি ম্যাচ খেলে এগিয়ে থেকেও ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লাল-হলুদ শিবিবরকে। বর্তমান ফর্মের নিরিখে মোহনবাগানকে ফুটবল বিশেষজ্ঞরা এগিয়ে থাকলেও মেগা ডার্বিতে শেষ হাসি কে হাসবে তার উত্তর দেবে শনিবাসরীয় যুবভারতী স্টেডিয়াম।