TRENDING:

দশ জনের মোহনবাগান ডার্বিতে হারাল ইস্টবেঙ্গলকে, ডুরান্ড কাপের রং সবুজ-মেরুন

Last Updated:

Durand cup 2023 final: যুবভারতীতে বাঘের গর্জন মোহনবাগানের। ডুরান্ড কাপের রঙ সবুজ-মেরুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অনিরুদ্ধ থাপা যখন াল কার্ড দেখলেন, তখন নিশ্চয়ই মোহনবাগান সমর্থকদের বুকটা ছ্যাৎ করে উঠেছিল। তবে তাঁরাও হয়তো তখন আশা করেননি, তাঁদের প্রিয় দল এর পরই বাঘের মতো গর্জে উঠবে!
advertisement

১০ জনের মোহনবাগান যুবভারতীতে হারাল ইস্টবেঙ্গলকে। পেট্রাটোসের অসাধারণ গোলে ডার্বির রঙ সবুজ-মেরুন। শুধু ডার্বির রঙ কেন, ডুরান্ড কাপের রঙও একই।

আরও পড়ুন- EB vs MB: ডুরান্ডে ইস্টবেঙ্গল ১৬ মোহনবাগান ১৬, আজ ফাইনালে ১৭ করার লড়াই

প্রথমার্ধ গোলশূন্য। ডুরান্ড কাপ ফাইনালে ১৯ বছর পর আবার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান। দুই দলের সামনেই ছিল ১৭ নম্বর ডুরান্ড কাপ ঘরে তোলার সুযোগ। তবে ইস্টবেঙ্গলের কাছে আরও একটি সুযোগ ছিল। শেষবার ২০১৬ সালে তারা পর পর জুটি ডার্বিতে মোহনবাগানকে হারিয়েছিল।

advertisement

এবার সেই একই রেকর্ড ফের ঘুরিয়ে আনার সুযোগ ছিল লাল-হলুদের সামনে। তবে হল না। মোহনবাগানের লড়াইয়ের কাছে হারতে হল তাদের। দ্বিতীয়ার্ধে পেট্রাটোস পার্থক্য গড়ে দিলেন।

ডুরান্ডের গ্রুপ পর্বের ডার্বিতে লাল-হলুদের কাছে হেরেছিল মোহনবাগান। তবে এবার আর একই ঘটনা ঘটল না। এবার বদলা নিল মোহনবাগান। ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ ঘরে তুলল তারা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
দশ জনের মোহনবাগান ডার্বিতে হারাল ইস্টবেঙ্গলকে, ডুরান্ড কাপের রং সবুজ-মেরুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল