TRENDING:

'এই মাঠেই বদলা নেব', সত্যি হয়ে গেল মোহনবাগান সমর্থকের সেই পোস্টারের কথা!

Last Updated:

Durand Cup 2023 final: বদলা নিল মোহনবাগান। সত্যি হয়ে গেল মোহনবাগান সমর্থকের লেখা সেই পোস্টারের কথা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  অনেক সময় অনেক মুখের কথা আচমকা সত্যি হয়ে যায়। এক মোহনবাগান সমর্থকের পোস্টারে লেখা কথাগুলো এভাবে সত্যি হয়ে যাবে, কে জানত!
advertisement

এই তো সেদিনের কথা। মোহনবাগান ডুরান্ড কাপ সেমিফাইনালে খেলছিল এফসি গোয়ার বিরুদ্ধে। আচমকা ক্যামেরা ধরল এক মোহনবাগান সমর্থককে। তাতে লেখা- এই মাঠেই বদলা নেব। সেই কথাগুলো যে ফাইনালেই সত্য়ি হয়ে যাবে, কে ভেবেছিল!

ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে এক গোলে হেরেছিল মোহনবাগান। একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন নন্দকুমার। সেই ম্য়াচে হারের জ্বালা মোহনবাগান সমর্থকদের মনে ছিল। সেই আঘাত থেকেই সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে হাতে পোস্টার নিয়ে এসেছিলেন মোহন সমর্থকরা।

advertisement

আরও পড়ুন- EB vs MB: ডুরান্ডে ইস্টবেঙ্গল ১৬ মোহনবাগান ১৬, আজ ফাইনালে ১৭ করার লড়াই

যদিও ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ডার্বির আগে মোহনবাগান গত আটটি ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল। এতগুলো ম্যাচ জেতার পর হয়তো আর একটি ম্যাচেও হারের জ্বালা সহ্য করতে পারছিলেন না মোহনবাগান সমর্থকরা।

advertisement

১৭ নম্বর ডুরান্ড কাপ ঘরে তুলল মোহনবাগান। অবশ্য ইস্টবেঙ্গলের সামনেও সুযোগ ছিল ১৭ নম্বর ডুরান্ড কাপ জেতার। তবে সেটা হতে দিলেন না মোহনবাগানের পেট্রাটোস। ডুরান্ড কাপ ফাইনালে দুরন্ত গোলে দলকে জেতালেন তিনি। তবে তার আগে মোহনবাগানের অনিরুদ্ধ থাপা লাল কার্ড দেখে ফেলেছিলেন।

দশ জনের মোহনবাগানের চাপে পড়ার কথা ছিল। কিন্তু হল উল্টো। তারা আরও আক্রমণ বাড়িয়ে দিল। শেষমেশ গোলও পেল। আর সেই একটা গোলই ডুরান্ড কাপের ভাগ্য লিখে দিল। ডুরান্ড কাপের রঙ হল সবুজ-মেরুন। সেই সমর্থকের লেখা পোস্টারের কথাগুলো সার্থক হল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
'এই মাঠেই বদলা নেব', সত্যি হয়ে গেল মোহনবাগান সমর্থকের সেই পোস্টারের কথা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল