এই তো সেদিনের কথা। মোহনবাগান ডুরান্ড কাপ সেমিফাইনালে খেলছিল এফসি গোয়ার বিরুদ্ধে। আচমকা ক্যামেরা ধরল এক মোহনবাগান সমর্থককে। তাতে লেখা- এই মাঠেই বদলা নেব। সেই কথাগুলো যে ফাইনালেই সত্য়ি হয়ে যাবে, কে ভেবেছিল!
ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে এক গোলে হেরেছিল মোহনবাগান। একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন নন্দকুমার। সেই ম্য়াচে হারের জ্বালা মোহনবাগান সমর্থকদের মনে ছিল। সেই আঘাত থেকেই সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে হাতে পোস্টার নিয়ে এসেছিলেন মোহন সমর্থকরা।
advertisement
আরও পড়ুন- EB vs MB: ডুরান্ডে ইস্টবেঙ্গল ১৬ মোহনবাগান ১৬, আজ ফাইনালে ১৭ করার লড়াই
যদিও ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ডার্বির আগে মোহনবাগান গত আটটি ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল। এতগুলো ম্যাচ জেতার পর হয়তো আর একটি ম্যাচেও হারের জ্বালা সহ্য করতে পারছিলেন না মোহনবাগান সমর্থকরা।
১৭ নম্বর ডুরান্ড কাপ ঘরে তুলল মোহনবাগান। অবশ্য ইস্টবেঙ্গলের সামনেও সুযোগ ছিল ১৭ নম্বর ডুরান্ড কাপ জেতার। তবে সেটা হতে দিলেন না মোহনবাগানের পেট্রাটোস। ডুরান্ড কাপ ফাইনালে দুরন্ত গোলে দলকে জেতালেন তিনি। তবে তার আগে মোহনবাগানের অনিরুদ্ধ থাপা লাল কার্ড দেখে ফেলেছিলেন।
দশ জনের মোহনবাগানের চাপে পড়ার কথা ছিল। কিন্তু হল উল্টো। তারা আরও আক্রমণ বাড়িয়ে দিল। শেষমেশ গোলও পেল। আর সেই একটা গোলই ডুরান্ড কাপের ভাগ্য লিখে দিল। ডুরান্ড কাপের রঙ হল সবুজ-মেরুন। সেই সমর্থকের লেখা পোস্টারের কথাগুলো সার্থক হল।