TRENDING:

Asia Cup 2023: এশিয়া কাপ ঘিরে চরম আশঙ্কা! ফের অন্য জায়গায় সরানো হতে পারে ম্যাচ

Last Updated:

Asia Cup 2023: শ্রীলঙ্কায় এশিয়া কাপের বেশির ভাগ ম্যাচেই বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। প্রতিযোগিতার সুপার ফোরের ম্যাচ হওয়ার কথা ছিল কলম্বোতে। কিন্তু সেখানে আগামি কয়েতক দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টি পূর্বাভাস। তাই কোনও উপায় না পেয়ে ম্যাচ অন্যত্র সরানোর সিদ্ধান্ত নিচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলম্বো: হাইব্রিড মডেলে হচ্ছে এবারের বিশ্বকাপ। পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কায় আয়োজিত হচ্ছে এশিয়া সেরা হওয়ার প্রতিযোগিতা। পাকিস্তানের মাটিতে মাত্র ৪টি ম্যাচ বাদে বেশির ভাগ ম্যাচই দ্বীপরাষ্ট্রে। কিন্তু শ্রীলঙ্কায় এশিয়া কাপের বেশির ভাগ ম্যাচেই বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। প্রতিযোগিতার সুপার ফোরের ম্যাচ হওয়ার কথা ছিল কলম্বোতে। কিন্তু সেখানে আগামি কয়েক দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টি পূর্বাভাস। তাই কোনও উপায় না পেয়ে ম্যাচ অন্যত্র সরানোর সিদ্ধান্ত নিচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
এশিয়া কাপ ঘিরে চরম আশঙ্কা!
এশিয়া কাপ ঘিরে চরম আশঙ্কা!
advertisement

এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হয়েছিল। যদিও সেই ম্যাচ খেলা হয়েছিল। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। সোমবার ভারত-নেপাল ম্যাচ। ওই ম্যাচ ঘিরেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। কিন্তু সুপার ফোর ও ফাইনাল ম্যাচ কলম্বোতে হওয়ার কথা। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ও কলম্বোতে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ম্যাচ ডাম্বুলায় ম্যাচ আয়োজনের কথা ভাবছে।

advertisement

সূত্রের খবর, শ্রীলঙ্কার তরফ থেকে আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলতে ডাম্বুলায় ম্যাচ আয়োজন করার কথা বলা হয়েছিল। কিন্তু এসিসি পাল্লেকেলে ও কলম্বোকেই বেছে নেয়। এবার ডাম্বুলাতে ম্যাচ আয়োজন করার কথা ভাবার অন্যতম কারণ হল শ্রীলঙ্কার এই প্রান্তে অপেক্ষাকৃত বৃষ্টি কম হয়। আর হলেও ম্যাচ বাতিল হয়ে যাওয়ার মত পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কম।

advertisement

আরও পড়ুনঃ ODI World Cup 2023: বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল, ১৫ জনের দলে জায়গা হল না ২ তারকার

আরও পড়ুনঃ Mohun Bagan Durand Cup champion: ডুরান্ড কাপ জিতে কত টাকা পেল মোহনবাগান? রানার্স ইস্টবেঙ্গল পেল কত? মোট পুরস্কার জানলে অবাক হবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

কিন্তু ইতিমধ্যেই এসিস -র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। সেখানে ভারতের খেলতে যাওয়ার আপত্তি থাকায় হাইব্রিড মডেলে হচ্ছে ম্যাচ। তবে বৃষ্টির মরশুমে কেন শ্রীলঙ্কাকে বেছে নেওয়া হল তা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। হাতে যেখানে আরব আমিরশাহির মত অপশন ছিল। এখন ভালোয় ভালোয় আগামি ম্যাচগুলি যাতে আয়োজন হয় সেই কামনায় করছে দলগুলি ও ফ্যানেরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2023: এশিয়া কাপ ঘিরে চরম আশঙ্কা! ফের অন্য জায়গায় সরানো হতে পারে ম্যাচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল