আরও একবার ক্রিকেট সংক্রান্ত অনলাইন গেম এক যুবকের ভাগ্য বদলে দিল। এক কৃষকের ছেলে সাগর যাদব অনলাইন গেম 'ড্রিম ইলেভেন'-এ একটি দল তৈরি করে কয়েক ঘণ্টার মধ্যেই কোটিপতি হয়ে যান। সাগর পুরস্কার জিতেছেন ১ কোটি ২০ লাখ টাকার।
আরও পড়ুন- ঋদ্ধির পর ভারতীয় দলে আরও এক বাংলার ক্রিকেটার, সুযোগ টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে
advertisement
সাগর গণপতরাও যাদব, মহারাষ্ট্রের সাতারা জেলার কালটেক গ্রামের বাসিন্দা। মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি। কয়েক বছর ধরে গোয়াতেও কাজ করেছেন। সাগরের পরিবার কালটেকে চাষাবাদ করে।
ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল সাগরের। ক্রিকেট দেখতে দেখতে তিনি মহেন্দ্র সিং ধোনির বড় ভক্ত হয়ে যান। এদিকে ক্রিকেটের প্রতি অনুরাগের কারণে গত কয়েক বছর ধরে তিনি ড্রিম ইলেভেন খেলতে শুরু করেছেন।
সাগর কি পুরো ১.২০ কোটি টাকা পাবেন?
আইপিএল মরসুমে প্রতিদিন ম্যাচ চলাকালীন সাগর বিভিন্ন খেলোয়াড়দের নিয়ে ড্রিম ইলেভেন দল তৈরি করতে থাকেন। অনেক চেষ্টা করেও অনেকবার ব্যর্থ হন তিনি। অবশেষে সাগরের প্রচেষ্টা সফল হয়। তিনি যে দলটি বেছে নিয়েছিলেন সেটি তাঁকে কোটিপতি করে দিল।
আরও পড়ুন- দিল্লির মহারাজ সেই সৌরভই! টানা মোটিভেট করে যাচ্ছেন ক্রিকেটারদের
অনলাইন গেম থেকে প্রাপ্ত পুরষ্কারের উপর সরকারকে ৩০ শতাংশ ট্যাক্স দিতে হয়। তাই সাগরের পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থের পরিমাণের মধ্যে ৩৬ লাখ টাকার ট্যাক্স সরকারের ঘরে যাবে। সাগর ৮৪ লাখ টাকা হাতে পাবেন।