TRENDING:

Dream 11 and Indian Cricket Team: ড্রিম ১১-র সঙ্গে চুক্তি ভাঙল ভারতীয় বোর্ড, ১০০০ কোটি টাকার যোগান হঠাৎ বন্ধ

Last Updated:

Dream 11 and Indian Cricket Team: "অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল, ২০২৫ পাস হওয়ার পর বিসিসিআই এবং ড্রিম ১১ তাদের সম্পর্ক ছিন্ন করছে।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বৃহস্পতিবার সংসদের উভয় কক্ষে অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল, ২০২৫ পাস হওয়ার পর ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI) এবং Dream 11 আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেছে। BCCI সচিব দেবজিৎ সাইকিয়া এই উন্নয়নের বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড ভবিষ্যতে ‘এই ধরণের কোনও সংস্থার সঙ্গে জড়িত হবে না’।
ড্রিম ইলেভেনের সঙ্গে পার্টনারশিপ খতম বিসিসিআইয়ের চুক্তি
ড্রিম ইলেভেনের সঙ্গে পার্টনারশিপ খতম বিসিসিআইয়ের চুক্তি
advertisement

এএনআইকে সাইকিয়া জানিয়েছে,  “অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল, ২০২৫ পাস হওয়ার পর বিসিসিআই এবং ড্রিম ১১ তাদের সম্পর্ক ছিন্ন করছে। বিসিসিআই ভবিষ্যতে এই ধরণের কোনও সংস্থার সঙ্গে জড়িত না হওয়ার বিষয়টি নিশ্চিত করবে৷”

আরও পড়ুন – Dakhineswar To Sahid Khudiram: আপনার লাইনেও বাড়ল মেট্রোর সংখ্যা, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম জেনে নিন কখন ছাড়বে প্রথম ও শেষ মেট্রো

advertisement

ড্রিম১১-এর বিসিসিআই-এর সঙ্গে ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৪৪ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৫৮ কোটি টাকা) চুক্তি রয়েছে। তাদের মধ্যে, ড্রিম১১ এবং আরেকটি ফ্যান্টাসি স্পোর্টস কোম্পানি মাই১১সার্কেল, ভারতীয় ক্রিকেট দল এবং আইপিএলের স্পনসরশিপের মাধ্যমে বিসিসিআই-কে প্রায় ১০০০ কোটি টাকা দেয়৷

advertisement

ড্রিম ১১ -র সঙ্গে চুক্তি শেষ হবে বিসিসিআইয়ের

নতুন সরকারি বিলে বলা হয়েছে যে “কোনও ব্যক্তি অনলাইনে অর্থের গেমিং পরিষেবা প্রদানে সহায়তা, উৎসাহ, প্ররোচনা, প্ররোচনা, জড়িত থাকতে পারবেন না এবং এমন কোনও বিজ্ঞাপনে জড়িত থাকতে পারবেন না যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও ব্যক্তিকে অনলাইন টাকার গেম খেলতে উৎসাহিত করে৷”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া প্রাথমিক ভাবে এই সম্পর্কে অবশ্য কোনও সরাসরি মন্তব্য করতে চাননি৷ তিনি বলেছেন, এই উন্নয়ন এবং ভবিষ্যতের পথ সম্পর্কে কোনও মন্তব্য করতে চাইছিলেন না৷  তবে এটা বোঝা যাচ্ছে যে ড্রিম ১১-কে হয়তো বড় অঙ্কের জরিমানা দিতে হবে না কারণ চুক্তিতে সরকারি নিয়মকানুন থাকলে এটির থেকে তারা নিস্তার পাবে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Dream 11 and Indian Cricket Team: ড্রিম ১১-র সঙ্গে চুক্তি ভাঙল ভারতীয় বোর্ড, ১০০০ কোটি টাকার যোগান হঠাৎ বন্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল