মিচেল মার্শ অস্ট্রেলিয়ার এই বিশ্বজয়ী দলে খেলছিলেন। মার্শের বাবা জিওফ মার্শও ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলেছিলেন। সেবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি।
এবার জিওফ মার্শের ছেলে মিচেল মার্শও বিশ্বকাপের শিরোপা জয়ী অস্ট্রেলিয়ান দলের সদস্য হয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।
জিওফ মার্শ এবং মিচেল মার্শ বিশ্বকাপের ইতিহাসে প্রথম বাবা-ছেলের জুটি হয়ে ওডিআই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছেন। জিওফ মার্শ ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন।
advertisement
সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন মিচেল মার্শও। বিশ্বকাপ জেতার পর মার্শ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইন্সটাতে একটি স্টোরি শেয়ার করেছেন। সেখানে তাঁকে তাঁর বাবার সাথে বিশ্বকাপের ট্রফিটি ধরে থাকতে দেখা যায়।
আরও পড়ুন- আর মাত্র ৭ মাস পরেই আরও একটা বিশ্বকাপ;সম্পূর্ণ রূপে বদলে যেতে চলেছে টিম ইন্ডিয়া
অস্ট্রেলিয়া দেখিয়ে দিয়েছে, কেন তারা বিশ্ব ক্রিকেটের শীর্ষ দল। তারা ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ-সহ টানা দুটি হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। কিন্তু তার পর টানা নয়টি ম্যাচ জিতে শিরোপা জিতেছে।
ভারতের ২৪১ রানের টার্গেট তাড়া করতে নামে অস্ট্রেলিয়া। হেড ১২০ বলে চারটি ছক্কা ও ১৫টি চারের সাহায্যে ১৩৭ রান করেন। মার্নাস লাবুসানে (১১০ বলে অপরাজিত ৫৮) এবং হেড চতুর্থ উইকেটে ১৯২ রানের জুটি গড়েন। ৪৩ ওভারে চার উইকেটে ২৪১ রান তুলে নেয় অজিরা।
কোহলি পুরো টুর্নামেন্টে ৭৬৫ রান করেন। তিনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন। শামি ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেন। পুরো টুর্নামেন্টে শামি ৭টি ম্যাচ খেলেন। মোট ২৪টি উইকেট নেন।