TRENDING:

রিওতে সোনা জিততে বদ্ধপরিকর জোকার

Last Updated:

এবার সোনা পাবেন। ব্রাজিলে এসেই জানিয়েছেন জকোভিচ। আর বিয়ের কথা উড়িয়ে কোর্টই তাঁর প্রেম, বলছেন সেরেনা উইলিয়ামস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রিও ডি জেনেইরো: নিজেদের জায়গায় তাঁরা দু’জনেই এক। কিন্তু অলিম্পিকের তালিকায় জোকারকে হেলায় হারিয়ে দেন সেরেনা। এবার সোনা পাবেন। ব্রাজিলে এসেই জানিয়েছেন জকোভিচ। আর বিয়ের কথা উড়িয়ে কোর্টই তাঁর প্রেম, বলছেন সেরেনা উইলিয়ামস।
advertisement

জিকার দোসর চোট। তাই ব্রাজিল অলিম্পিকে বিশ্ব টেনিস পাবে না একাধিক তারকাকে। তার মধ্যেও খেলব কী খেলব না করেও সার্বিয়ার জার্সিতে কোর্টে নামছেন নোভাক জকোভিচ। রিও’তে হাজির হয়েছেন বেজিং অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী। এই বছর ফ্রান্স জয় করেছেন। বাকি থাকা ফরাসি ওপেনও ক্যাবিনেটে সাজিয়েছেন। তাতেও আক্ষেপ অলিম্পিকে সোনা না পাওয়ার।

তবে এবার একটু অন্য রকমের অলিম্পিক সেরেনা উইলিয়ামসের কাছে। সোনা জিতবেন কী জিতবেন না, সেটা প্রশ্ন নয়। কবে বিয়ে করছেন। প্রথম সাংবাদিক বৈঠকে বসে এই এস-ই ফেরাতে হয়েছে সেরেনাকে। সিডনি, বেজিং, লন্ডন, গত তিনটি অলিম্পিকের সোনা জয়ীর রির্টান, কোর্টই তাঁর প্রেমিক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৬ অগাস্ট থেকে শুরু হচ্ছে অলিম্পিকে টেনিস। প্রথম দিনেই নামছেন জোকার। ৭ তারিখ শুরু করবেন সেরেনা।

বাংলা খবর/ খবর/খেলা/
রিওতে সোনা জিততে বদ্ধপরিকর জোকার