TRENDING:

উপহার পাওয়া BMW ফিরিয়ে দিলেন দীপা

Last Updated:

প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে রিও অলিম্পিকে অসাধারণ পারফর্ম করার পর উপহার পাওয়া BMW ফিরিয়ে দিতে চান দীপা কর্মকার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা: প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে রিও অলিম্পিকে অসাধারণ পারফর্ম করার পর উপহার পাওয়া BMW ফিরিয়ে দিতে চান দীপা কর্মকার ৷ যে গাড়ির চাবি নিজে হাতে তুলে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর, সেই বিলাসবহুল গাড়ির চাবি আর নিজের কাছে রাখতে চাইছেন না দীপা ৷
advertisement

অসাধারণ প্রোদুনোভা ভল্ট দিয়ে সবাইকে চমকে দেওয়া দীপা, এবারও তাঁর এই সিদ্ধান্তে সবাইকে চমকে দিয়েছেন ৷ গাড়ি ফিরিয়ে দেওয়া নিয়ে নিয়ে নিজে কোনও মন্তব্য না করলেও দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী জানিয়েছেন, বিলাসবহুল গাড়িটির রক্ষণাবেক্ষণ দীপার পক্ষে অসুবিধাজনক ৷ তাই তা ফেরাতে চায় ভারতীয় জিমন্যাস্টের এই নতুন নক্ষত্র ৷

দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দীর থেকেই জানা যায়, গাড়ি ফিরিয়ে দেওয়া দীপার ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ আগরতলায় BMW-এর মতো গাড়ি চালানোর জায়গা নেই ৷ তাছাড়া গোটা রাজ্যে এই গাড়ির কোনও সার্ভিস সেন্টারও নেই ৷ তাই গাড়িটির রক্ষণাবেক্ষণে আর বাড়তি টাকা খরচ করা দীপার পক্ষে সম্ভব নয় ৷

advertisement

একইসঙ্গে দীপা নিজে এখন গাড়ির চিন্তা ছেড়ে তাঁর আগত ইভেন্টগুলির প্রস্তুতিতে সম্পূর্ণ মনোনিবেশ করতে চায় ৷ আগামী মাসেই জার্মানিতে রয়েছে চ্যালেঞ্জার্স কাপ ৷

ইতিমধ্যেই হায়দরাবাদ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছেন দীপার পরিবার ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীপার প্রস্তাব মেনে গাড়িটি ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

গত ২৮ অগাস্ট রিও অলিম্পিকে পদকজয়ী সাক্ষী মালিক, পিভি সিন্ধু ও তাঁর কোচ গোপীচাঁদের সঙ্গে অলিম্পিকে অসাধারণ প্রদর্শনের জন্য ত্রিপুরার মেয়ে দীপা কর্মকারকেও বিএমডব্লু উপহার দিয়ে সম্মান জানান হায়দরাবাদ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চামুন্ডেশ্বরনাথ ৷ গাড়ির চাবি কৃতীদের হাতে তুলে দেন স্বয়ং সচিন তেন্ডুলকর ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
উপহার পাওয়া BMW ফিরিয়ে দিলেন দীপা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল