অসাধারণ প্রোদুনোভা ভল্ট দিয়ে সবাইকে চমকে দেওয়া দীপা, এবারও তাঁর এই সিদ্ধান্তে সবাইকে চমকে দিয়েছেন ৷ গাড়ি ফিরিয়ে দেওয়া নিয়ে নিয়ে নিজে কোনও মন্তব্য না করলেও দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী জানিয়েছেন, বিলাসবহুল গাড়িটির রক্ষণাবেক্ষণ দীপার পক্ষে অসুবিধাজনক ৷ তাই তা ফেরাতে চায় ভারতীয় জিমন্যাস্টের এই নতুন নক্ষত্র ৷
দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দীর থেকেই জানা যায়, গাড়ি ফিরিয়ে দেওয়া দীপার ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ আগরতলায় BMW-এর মতো গাড়ি চালানোর জায়গা নেই ৷ তাছাড়া গোটা রাজ্যে এই গাড়ির কোনও সার্ভিস সেন্টারও নেই ৷ তাই গাড়িটির রক্ষণাবেক্ষণে আর বাড়তি টাকা খরচ করা দীপার পক্ষে সম্ভব নয় ৷
advertisement
একইসঙ্গে দীপা নিজে এখন গাড়ির চিন্তা ছেড়ে তাঁর আগত ইভেন্টগুলির প্রস্তুতিতে সম্পূর্ণ মনোনিবেশ করতে চায় ৷ আগামী মাসেই জার্মানিতে রয়েছে চ্যালেঞ্জার্স কাপ ৷
ইতিমধ্যেই হায়দরাবাদ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছেন দীপার পরিবার ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীপার প্রস্তাব মেনে গাড়িটি ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন ৷
গত ২৮ অগাস্ট রিও অলিম্পিকে পদকজয়ী সাক্ষী মালিক, পিভি সিন্ধু ও তাঁর কোচ গোপীচাঁদের সঙ্গে অলিম্পিকে অসাধারণ প্রদর্শনের জন্য ত্রিপুরার মেয়ে দীপা কর্মকারকেও বিএমডব্লু উপহার দিয়ে সম্মান জানান হায়দরাবাদ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চামুন্ডেশ্বরনাথ ৷ গাড়ির চাবি কৃতীদের হাতে তুলে দেন স্বয়ং সচিন তেন্ডুলকর ৷