শেষ বলে ছক্কা মেরে কার্তিক ম্যাচ জেতানোর পরেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায় ৷ কার্তিকের ইনিংস দেখে অভিভূত প্রত্যেকেই ৷ টুইটারে অমিতাভ বচ্চন লেখেন, ‘‘ কী দুরন্ত ম্যাচটাই না হল। বাংলাদেশ আমাদের প্রায় কোণঠাসা করে ফেলেছিল। কার্তিক, অসাধারণ খেলেছেন। দুর্ধর্ষ ব্যাটিং। শেষ দু’ওভারে ৩৪ রান দরকার ছিল জিততে। শেষ বলে পাঁচ রান। আর ও সেই বলে কি না ছক্কা মেরে দিল। অসাধারণ, অভিনন্দন।’’
advertisement
দলকে চ্যাম্পিয়ন করে স্বভাবতই খুশি কার্তিক নিজেও ৷ ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘জেতার পরে সতীর্থদের উল্লাস দেখে আমি আপ্লুত। গোটা সিরিজ আমরা ভাল খেলেছি। বাংলাদেশের বিরুদ্ধে ফাইনাল না জিততে পারলে খুবই খারাপ লাগত। এই পিচে ব্যাট করা অতটা সহজ নয়। মুস্তাফিজুরের বোলিংকেও কিন্তু কৃতিত্ব দিতেই হবে। আমার লক্ষ্য ক্রিজে নেমে প্রত্যেকটা বলই মারা। সেটাই শেষপর্যন্ত করতে পেরেছি। নেটেও আমি এ ধরনের অনুশীলন করে আসছি। এই সুযোগ তো বারবার আসবে না। সেটা কাজে লাগাতে পেরে অসাধারণ লাগছে।’’
কার্তিকের এই ফর্ম দেখে কেকেআর সমর্থকদের খুশি হওয়াটাই স্বাভাবিক ৷ আইপিএল শুরুর আগেই ভাল একজন ম্যাচ ফিনিশারও যে পেয়ে গেল শাহরুখ খানের দল ৷
It's been a long & hard road and your commitment to the cause has been simply brilliant. Well done guys. Feet up. #TeamIndia
advertisement