সে কারণে তাকে আর একদিনের দলে নেওয়া হয় না। কিন্তু ভারতের মাটিতে হতে চলা একদিনের বিশ্বকাপে সূর্য কুমারকে অবশ্যই দলে রাখা উচিত বলে মনে করেন দীনেশ কার্তিক। কার্তিক স্পষ্ট জানিয়েছেন সূর্য কুমারকে একদিনের বিশ্বকাপের দলে না ডাকলে চরম ভুল করবে ভারত। ওর পরিসংখ্যান দেখে ওকে বিচার করবেন না। ও স্পেশাল ট্যালেন্ট। একদিনের ক্রিকেটে খেলে দিলে বিপক্ষ বোলারদের হাত থেকে একাই ম্যাচ নিয়ে চলে যাবে।
advertisement
তাই ওকে অবশ্যই প্রথম দলে না রাখা হলেও স্কোয়াডে রাখা উচিত। পাশাপাশি কার্তিক মনে করেন ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপে এবার চাহালের একটা বিরাট ভূমিকা থাকবে। লেগ স্পিনার দেশের মাঠে বিপক্ষ দলকে চাপে ফেলার জন্য যথেষ্ট। তাছাড়া একজন লেগ স্পিনার সব সময় দলে থাকা প্রয়োজন।
উইকেট রক্ষক হিসেবে ঈশান কিষণকে দেখতে চান কার্তিক। এর প্রধান কারণ তার বাহাতি হওয়া। জাদেজা ছাড়া ভারতের কাছে আর সেরকম বাঁহাতি নেই। পাকিস্তানের মত দল যাদের কাছে বিশ্বমানের বাঁহাতি ফাস্ট বোলার আছে, তাদের বিরুদ্ধে একজন টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যান থাকা সব সময় অ্যাডভান্টেজ।