কারণ বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ ফিরে এলে শ্রেয়স কোনখানে ব্যাট করবেন বুঝতে পারছেন না কার্তিক। আইপিএলে যদি হার্দিক পান্ডিয়া দুরন্ত পারফর্ম করে দেন, তাহলে তাকেও অস্ট্রেলিয়ার বিমানে তোলা হতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে দীনেশ কার্তিক মনে করেন রোহিত শর্মা একজন ক্রিকেটারের নামের থেকেও বেশি গুরুত্ব দেন বর্তমান ফর্মকে। তাছাড়া শ্রেয়স আইয়ার নিজের মুম্বইয়ের হয়ে খেলেন বলে, কার্তিক নিশ্চিত তার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল অধিনায়ক রোহিত।
advertisement
আরও পড়ুন - Pat Cummins on IPL : পাকিস্তানে একদিনের সিরিজ না খেলে কেন আইপিএল? যা বললেন প্যাট কামিন্স
আর জীবনের সেরা ছন্দে আছেন শ্রেয়স আইয়ার। শুধু লিমিটেড ওভার ক্রিকেট নয়, ভারতের জার্সি গায়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে টেস্ট ম্যাচেও অনবদ্ শতরান করেছিলেন তিনি। কার্তিক মনে করেন শ্রেয়স আইয়ার তিনটি ফরম্যাটেই দুরন্ত পারফর্ম করার ক্ষমতা রাখেন। তাছাড়া তার মধ্যে লিডারশিপ ক্ষমতা রয়েছে। তাই ভারতের উচিত অস্ট্রেলিয়ার মাটিতে তাকে প্রথম দলে রাখার চেষ্টা করা।
শ্রেয়স আইয়ার নিজে অবশ্য মনে করেন ভারতের হয়ে তার সেরা পারফর্মেন্স তুলে ধরা এখনও বাকি রয়েছে। সুযোগ পাওয়া তার হাতে নেই। কিন্তু ব্যাট হাতে যখনই ২২ গজে যাবেন, নিজেকে উজাড় করে দেবেন। তবে আইপিএলে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কেকেআর শ্রেয়স আইয়ারকে অধিনায়ক বেছে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তাতে সন্দেহ নেই।