( সুপ্রতিপ, সুপ্রিয়)
সাদার্ন সমিতি – ০
কলকাতা: গতবার দুরন্ত ফুটবল খেলে প্রথম ডিভিশন থেকে কলকাতা প্রিমিয়ার লিগে কোয়ালিফাই করেছিল ডায়মন্ড হারবার। মোহনবাগানকে এক সময় আই লিগ চ্যাম্পিয়ন করা কোচ কিবু ভিকুনা কথা দিয়েছিলেন এবার সুন্দর ফুটবল উপহার দেবে ডায়মন্ড হারবার। এবার বিদেশি ছাড়া কলকাতা লিগ। স্থানীয় ফুটবলারদের উঠে আসার ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ। রবিবার সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে প্রথম হাফে গোল হয়নি।
advertisement
দুটি দল একে অপরকে মেপে নিচ্ছিল। দ্বিতীয়ার্ধ শুরু হতেই অনেক বেশি আক্রমণ করতে শুরু করে ডায়মন্ড হারবার। খেলাটা ওপেন হয়ে যায়। দুটো উইং কাজে লাগিয়ে বারবার সাদার্ন ডিফেন্সকে কঠিন পরীক্ষার মুখে ফেলছিল তারা। মাঝখান থেকে থ্রু বল খেলার চেষ্টাও দেখা যায়। সৌরভ দাস, রশিদ, জেরেমি, তুহিন শিকদার কর্তৃত্ব নিয়ে খেলতে থাকেন।
ডায়মন্ড হারবারের পক্ষে প্রথম গোল করেন সুপ্রতিপ বারুই। কিছুক্ষণ পরে ব্যবধান বাড়ান সুপ্রিয় পন্ডিত। ভাগ্য ভাল থাকলে আরও গোল হতে পারত। তবে দলের খেলা নিয়ে খুশি হলেও উচ্ছ্বসিত হতে নারাজ কিবু। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় কঠিন হয়। যত সময় এগোবে ডায়মন্ড হারবারের ফুটবল আরও বেশি খুলবে জানিয়েছেন স্প্যানিশ কোচ। বিদেশি না থাকলেও তার দলের সব ভারতীয় ছেলেরা এবং বাংলার ছেলেরা অসম্ভব পরিশ্রমি জানিয়েছেন কিবু।