কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ধনশ্রী এরই মধ্যে যুজবেন্দ্রের কাছ থেকে ৬০ কোটি টাকা ভরণপোষণ দাবি করেছেন। কিন্তু ধনশ্রী এবং তাঁর পরিবার এই প্রতিবেদনগুলিকে মিথ্যে বলে দাবি করেছেন। এদিকে ধনশ্রীর একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। নিজের কিছু ছবিও শেয়ার করেছেন তিনি। সেই পোস্টে তিনি বলেছেন, তিনি পরাজয় মেনে নেবেন না। তাঁকে কেউ থামাতে পারবে না।
advertisement
আরও পড়ুন- ‘বি’ গ্রুপ জমজমাট! আফগানিস্তান যাবে সেমিতে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় দলের বিদায়
ধনশ্রী আরও বলেছেন, এখন তিনি আগের চেয়ে আরও শক্তিশালী এবং নির্ভীক বোধ করছেন। মহাশিবরাত্রি উপলক্ষে তিনি তাঁর কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও তিনি লিখেছেন, ঈশ্বরের আশীর্বাদে তিনি সম্পূর্ণ নিষ্ঠার সাথে তাঁর কাজ করছেন। এর আগে ধনশ্রীর পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছিল, ডিভোর্স-এর বেশিরভাগ খবরই নাকি মিথ্যে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এত বড় অঙ্কের টাকা দাবি করা হয়নি। তিনি এই ধরনের মিথ্যে ও দায়িত্বজ্ঞানহীন সংবাদ প্রচার বন্ধ করার জন্য সংবাদমাধ্যমের কাছে আহ্বান জানান। ২০২০ সালের ডিসেম্বরে ধনশ্রী এবং চাহালের বিয়ে হয়েছিল। ২০২৪ সালের শেষের দিকে তাদের সম্পর্কের তিক্ততার খবর বেরিয়ে আসতে শুরু করে। দুজনেই একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। ধনশ্রী তাঁর নাম থেকে ‘চাহাল’ সরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন- আফগানিস্তান পাল্টে দিল সব অঙ্ক! কারা যাবে সেমিতে? ভারত খেলবে কাদের বিরুদ্ধে? জটিল হল হিসেব
শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া থেকে ধনশ্রীর সঙ্গে তার সমস্ত ছবি সরিয়ে ফেলেন চাহাল, যা বিবাহবিচ্ছেদের জল্পনাকে আরও জোরদার করে।