দেশের রেসলিং ফেডারেশনের প্রধান এবং অন্য কোচদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন মহিলা কুস্তিগিররা। কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ী মহিলা কুস্তীগির ভিনেশ ফোগাট অভিযোগ করেছেন, তাঁরা রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ সিং দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন।
আরও পড়ুন- রবি শাস্ত্রী জুতো নিয়ে ছুটেছিলেন এই পাক তারকার পিছনে! ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল
advertisement
বিজেপি সাংসদ এবং সর্ব ভারতীয় কুস্তি ফেডারেশন সভাপতি ব্রিজভুষণ শরণ সিং -এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা।
দিল্লির যন্তর মন্তর চত্বরে চলছে ধরনা বিক্ষোভ। অন্তত ১০ জন মহিলা কুস্তীগির ভিনেশ ফোগাটের আনা অভিযোগ স্বীকার করেছেন। রাজধানী দিল্লিতে এর প্রতিবাদে অবস্থান বিক্ষোভে এই অভিযোগ করেন ভিনেশ।
যদিও রেসলিং ফেডারেশনের সভাপতি বিষয়টি অস্বীকার করেছেন। তবে ফোগাট ও অনান্য মহিলা কুস্তীগিররারা বলছেন, ভূষণ সিং পদত্যাগ না করলে তাঁরা কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না।
সরকারের পক্ষ থেকে তাদের বিষয়টি গুরুত্ব সহকারে না দেখা হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে রেসলিং ফেডারেশনের কাছ থেকে তিন দিনের মধ্যে জবাবদিহি চেয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।
কুস্তিগীর ভিনেশ ফোগাট। তিনি বলেছেন, "কোচরা মহিলাদের যৌন হয়রানি করছেন। ফেডারেশনের কিছু প্রিয় কোচ মহিলা কুস্তিগীরদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তারা মেয়েদের যৌন হয়রানি করেন। WFI সভাপতি অনেক মেয়েকে যৌন হয়রানি করেছেন।"
আরও পড়ুন- শাড়ি পরে ৮০ বছর বয়সী মহিলা ছুটলেন ম্যারাথনে! দেখার মতো ভিডিও ভাইরাল
ভিনেশ ফোগাট আরও বলেন, "ওরা (ইউনিয়ন) আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে এবং আমাদের বিভিন্নভাবে হয়রানি করে। ওরা আমাদের শোষণ করছে। আমরা যখন অলিম্পিকে গিয়েছিলাম তখন আমাদের ফিজিও বা কোচ ছিল না। যন্তর মন্তরে সব কুস্তিগীররা আজ প্রতিবাদ করছে। আমরা প্রতিবাদ করছি বলে হুমকি দেওয়া হচ্ছে।"
রাজীব চক্রবর্তী