TRENDING:

Chargesheet Against Brij Bhushan Singh: ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধ ১৫০০ পাতার চার্জশিট পুলিশের, পকসো ধারা খারিজের আর্জি, এবার কোন পথে আন্দোলকারীরা

Last Updated:

Chargesheet Against Brij Bhushan Singh: এক নাবালিকা সহ ৭ মহিলা কুস্তিগিরকে হেনস্থার অভিযোগের ঘটনায় বিজেপি সাংসদ তথা কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট দিল দিল্লি পুলিস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: এক নাবালিকা সহ ৭ মহিলা কুস্তিগিরকে হেনস্থার অভিযোগের ঘটনায়, বিজেপি সাংসদ তথা কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট দিল দিল্লি পুলিস। বিজেপি সাংসাদের বিরুদ্ধে মোট ১৫০০ পাতার চার্জশিট আদালতে জমা  দিল পুলিস। একইসঙ্গে নির্দিষ্ট কোনও প্রমাণ না পাওয়া যাওয়া ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে পকসো আইনে যে মামলা হয়েছে তা খারিজ করার আবেদনও আদালতে জানিয়েছে দিল্লি পুলিশ।
advertisement

আন্দোলনকারী কুস্তিগিরদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছিল ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করা হবে। কথা মতই বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ কোর্টে গিয়ে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট জমা করে দিল্লি পুলিশ। চার্জশিটে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ডি, ৩৪৫এ ধারায় অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে প্রায় ১৮০ জনকে জেরা করে পুলিশ।

advertisement

চার্জশিটে যে যে ধারা দেওয়া হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে ৩৫৪ হল জোর করে মহিলার শ্লীলতাহানির চেষ্টা করা, ৩৫৪-এ মহিলাদেরে অশালীন মন্তব্ ও ৩৫৪ডি মহিলাদের উত্যক্ত করা। এর মধ্যে ৩৫৪ বাদে বাকি দুটি ধারাই জামিন যোগ্য। আর প্রমাণের অভাবে পকসো আইনে রুজু করা মামলা খারিজ করার আবেদন জানানো হয়েছে। দিল্লি পুলিসের তরফ থেকে এদিন মোট ১৫০০ পাতার চার্জশিট পেশ করা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ Sourav Ganguly: পরের আইপিএলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চাকরি থাকছে কি? জানিয়ে দিল দিল্লি ক্যাপিটালস

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সঠিক তদন্তের আশ্বাস পেয়ে আন্দোলন সাময়ীকভাবে তুলে নিয়েছিল আন্দোলনকারী কুস্তিগিররা। পুলিসের চার্জশিট দেখে আন্দোলনকারীরা পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছিল। এদিন দিল্লি পুলিসের চার্জশিট পেশের পর কোন পথে হাঁটেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগট সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Chargesheet Against Brij Bhushan Singh: ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধ ১৫০০ পাতার চার্জশিট পুলিশের, পকসো ধারা খারিজের আর্জি, এবার কোন পথে আন্দোলকারীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল