আন্দোলনকারী কুস্তিগিরদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছিল ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করা হবে। কথা মতই বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ কোর্টে গিয়ে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট জমা করে দিল্লি পুলিশ। চার্জশিটে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ডি, ৩৪৫এ ধারায় অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে প্রায় ১৮০ জনকে জেরা করে পুলিশ।
advertisement
চার্জশিটে যে যে ধারা দেওয়া হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে ৩৫৪ হল জোর করে মহিলার শ্লীলতাহানির চেষ্টা করা, ৩৫৪-এ মহিলাদেরে অশালীন মন্তব্ ও ৩৫৪ডি মহিলাদের উত্যক্ত করা। এর মধ্যে ৩৫৪ বাদে বাকি দুটি ধারাই জামিন যোগ্য। আর প্রমাণের অভাবে পকসো আইনে রুজু করা মামলা খারিজ করার আবেদন জানানো হয়েছে। দিল্লি পুলিসের তরফ থেকে এদিন মোট ১৫০০ পাতার চার্জশিট পেশ করা হয়েছে।
আরও পড়ুনঃ Sourav Ganguly: পরের আইপিএলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চাকরি থাকছে কি? জানিয়ে দিল দিল্লি ক্যাপিটালস
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সঠিক তদন্তের আশ্বাস পেয়ে আন্দোলন সাময়ীকভাবে তুলে নিয়েছিল আন্দোলনকারী কুস্তিগিররা। পুলিসের চার্জশিট দেখে আন্দোলনকারীরা পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছিল। এদিন দিল্লি পুলিসের চার্জশিট পেশের পর কোন পথে হাঁটেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগট সেটাই দেখার।