TRENDING:

৬ কোটি টাকায় দুটো ম্যাচ! বাংলাদেশী বোলারকে নিয়ে বিরাট ঝামেলায় দিল্লি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : দিল্লি ক্যাপিটালস বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করেছে। ফ্রাঞ্চাইজি বুধবার ঘোষণা করেছে যে মুস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁকে অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগ্রেকের জায়গায় দলে নেওয়া হয়েছে। ম্যাকগ্রেক ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
News18
News18
advertisement

২০২৫ আইপিএলের নিলামে কোনও বাংলাদেশি ক্রিকেটারই দল পাননি। নিলামে মোট ১২ জন বাংলাদেশি নিজেদের নাম লিখিয়েছিলেন। তবে কোনও ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের কোনও ক্রিকেটারকে নিতে আগ্রহ দেখায়নি। তবে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগে মুস্তাফিজুরকে দলে নেয় দিল্লি।

এদিকে মুস্তাফিজুরের আইপিএলে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ দিল্লির সঙ্গে তাঁর চুক্তিবদ্ধ হওয়ার দিনই জানা যায়, বাংলাদেশের বোলার আরব আমিরশাহীতে গিয়েছে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বলে। আর অন্যদিকে বিসিবি নো অবজেকশন সার্টিফিকেটও নাকি তাঁকে দিতে নারাজ।

advertisement

ফলে মুস্তাফিজুরকে এবারের আইপিএলে দেখা যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি বিসিবি’র কাছ থেকে এনওসি পেয়েছেন।

আরও পড়ুন- ক্লাস ১০-র বোর্ড পরীক্ষায় কত পেয়েছিলেন বিরাট, কোন বিষয়ে সর্বোচ্চ আর কোন বিষয়ে কম

দিল্লির পরের ম্যাচ ১৮ মে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। সেই ম্যাচে মুস্তাফিজুরকে হয়তো দেখা যাবে না। কারণ ১৭ মে শনিবার, আরব আমিরশাহীতে টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে তাঁর। জানা যাচ্ছে, ওই ম্যাচ খেলে রবিবার ১৮ মে তিনি দিল্লি শিবিরে যোগ দিতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মুস্তাফিজুরকে ২৪ মে পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে বলে খবর। অর্থাৎ দিল্লি যদি আইপিএল প্লে অফে খেলে তা হলে মুস্তাফিজুরের সার্ভিস পাবে না তারা। অর্থাৎ মাত্র দু’টি ম্যাচের জন্য মুস্তাফিজুরকে ৬ কোটি দেওয়া হবে! দিল্লি ক্যাপিটালস কি শেষ পর্যন্ত তাঁর চুক্তির ব্যাপারে নতুন করে ভাবতে বসবে?

বাংলা খবর/ খবর/খেলা/
৬ কোটি টাকায় দুটো ম্যাচ! বাংলাদেশী বোলারকে নিয়ে বিরাট ঝামেলায় দিল্লি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল