ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। এদিন আগুনে ফর্মে পাওয়া যায় দিল্লির অজি স্পিড স্টার মিচেল স্টার্ক। অভিষেক শর্মা ১, ট্রেভিস হেড ২২, ঈশান কিশান ২, নীতিশ রেড্ডি ০ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ।
advertisement
সেখান থেকে দলের ইনিংসের রাশ ধরেন অনিকেত ভার্মা ও হেনরিক ক্লাসেন। ৭৭ রানের ঝোড়ো পার্টনারশিপ করে দলকে সম্মানজনক স্কোরে পৌছে দেন দুজন। ক্লাসেন ৩২ রান করে আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যান অনিকেত ভার্মা। ব্যক্তিগত হাফ সেঞ্চুরিও পূরণ করেন তিনি। শেষ পর্যম্ত ৪১ বলে ৭৪ রাম করে আউট হন অনিকেত ভার্মা।
আরও পড়ুনঃ KKR vs MI: কেকেআরে সুনীল নারিনকে নিয়ে বড় খবর! মুম্বই ম্যাচে কি খেলতে পারবেন? মিলল আপডেট
অনিকেক ভার্মার ৭৭, হেনরিক ক্লাসেনের ৩২ ও ট্রেভিস হেডের ২২ রান ছাড়া কোনও সানরাইজার্স ব্যাটার ১০-এর গন্ডি টপকাতে পারেনি। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। স্টার্কের পাঁচি শিকারের তালিকায় রয়েছে হেড, কিশান, রেড্ডি, মাল্ডার ও হর্ষল প্যাটেল। এছাড়া কুলদীপ যাদব ৩টি ও মোহিত শর্মা ১ উইকেট নিয়েছেন।