শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে দিল্লির ৯ উইকেটে জয়ের পেছনে তার অনবদ্য ব্যাটিং বিরাট ভূমিকা পালন করেছে। কিন্তু ওয়ার্নার নিজে পড়েছেন বিরাট মুশকিলে। তার তিন মেয়ে নিয়মিত মাঠে আসেন, খেলা দেখেন। বাবাকে ওয়ার্নারের মেয়েদের প্রশ্ন তিনি কেন জস বাটলারের মত সেঞ্চুরি করতে পারেন না? ডেভিড ওয়ার্নার তাদের বোঝানোর চেষ্টা করেছেন ক্রিকেটে সেঞ্চুরি করা সহজ ব্যাপার নয়। বিশেষ করে এই ফরম্যাটে।
advertisement
তবুও মেয়েরা মানতে নারাজ। তাদের বাবা বাটলারের মত সেঞ্চুরি করুন, সেটাই চান ওয়ার্নারের মেয়েরা। মেয়েদের কথা দিয়েছেন ডেভিড পরের ম্যাচে অবশ্যই চেষ্টা করবেন সেঞ্চুরি করার। তবে অস্ট্রেলিয়ান তারকা মনে করেন মেয়েদের এই ক্রিকেটপ্রেম বিরাট প্রাপ্তি। তিনি মেয়েদের ওপর ক্রিকেটার হওয়ার চাপ দেবেন না। কিন্তু যদি মেয়েরা ক্রিকেটার হতে চায় খুশি হবেন ডেভিড ওয়ার্নার।
এত ছোট বেলা থেকে মেয়েদের ক্রিকেট প্রেম দেখে তার মনে হয় বড় হলে ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নিতে পারেন তার মেয়েরা। বাবা হিসেবে এবং ক্রিকেটার হিসেবে সেটা তার কাছে গর্বের দিন হবে। ডেভিড ওয়ার্নার নিশ্চিত দিল্লি শিবিরে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ভয় পাওয়ার কিছু নেই।
অন্যদিকে মন না দিয়ে, ক্রিকেটারদের উচিত শুধুমাত্র আইপিএলে নিজেদের ফোকাস ধরে রাখা। কুলদীপ যাদব এবার দিল্লির অন্যতম সেরা পারফর্মার মনে করেন অস্ট্রেলিয়ান তারকা। দিল্লি চ্যাম্পিয়ন হবে কিনা ভাবতে রাজি নয় এখনই। ঋষভ পন্থ, ডেভিড ওয়ার্নার, ললিত যাদব, পাওয়েল, অক্ষর প্যাটেল মিলে আরও ধারাবাহিক পারফর্ম করার চেষ্টা করবেন কথা দিলেন ডেভিড ওয়ার্নার।