TRENDING:

David Warner, Delhi capitals : মেয়েদের কাছে মুখ দেখাতে পারছেন না ডেভিড ওয়ার্নার! হাসবেন না কাঁদবেন?

Last Updated:

David Warner says his daughters always wants him to score century like Jos Buttler. বাবাকে ওয়ার্নারের মেয়েদের প্রশ্ন তিনি কেন জস বাটলারের মত সেঞ্চুরি করতে পারেন না?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আইপিএলের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনি। অতীতে সানরাইজার্স হায়দারাবাদকে চ্যাম্পিয়ন করেছেন। কিন্তু গতবার ওই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে খারাপ সম্পর্কের কারণে এবার দিল্লিতে ফিরে এসেছেন ডেভিড ওয়ার্নার। এবারের আইপিএলে প্রথম ম্যাচে লখনউয়ের বিপক্ষে রান করতে পারেননি। শুরুটা ভাল না হলেও পরপর তিনটি ম্যাচে অর্ধশতরান করেছেন ডেভিড ওয়ার্নার।
দিল্লির জার্সিতে বাবার খেলা দেখছেন ডেভিড ওয়ার্নারের মেয়েরা
দিল্লির জার্সিতে বাবার খেলা দেখছেন ডেভিড ওয়ার্নারের মেয়েরা
advertisement

আরও পড়ুন - Kapil Dev on Umran Malik : উমরান মালিক নিয়ে লাফালাফি পছন্দ নয় কপিলের! দিলেন দুটি গুরুত্বপূর্ণ মন্ত্র

শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে দিল্লির ৯ উইকেটে জয়ের পেছনে তার অনবদ্য ব্যাটিং বিরাট ভূমিকা পালন করেছে। কিন্তু ওয়ার্নার নিজে পড়েছেন বিরাট মুশকিলে। তার তিন মেয়ে নিয়মিত মাঠে আসেন, খেলা দেখেন। বাবাকে ওয়ার্নারের মেয়েদের প্রশ্ন তিনি কেন জস বাটলারের মত সেঞ্চুরি করতে পারেন না? ডেভিড ওয়ার্নার তাদের বোঝানোর চেষ্টা করেছেন ক্রিকেটে সেঞ্চুরি করা সহজ ব্যাপার নয়। বিশেষ করে এই ফরম্যাটে।

advertisement

তবুও মেয়েরা মানতে নারাজ। তাদের বাবা বাটলারের মত সেঞ্চুরি করুন, সেটাই চান ওয়ার্নারের মেয়েরা। মেয়েদের কথা দিয়েছেন ডেভিড পরের ম্যাচে অবশ্যই চেষ্টা করবেন সেঞ্চুরি করার। তবে অস্ট্রেলিয়ান তারকা মনে করেন মেয়েদের এই ক্রিকেটপ্রেম বিরাট প্রাপ্তি। তিনি মেয়েদের ওপর ক্রিকেটার হওয়ার চাপ দেবেন না। কিন্তু যদি মেয়েরা ক্রিকেটার হতে চায় খুশি হবেন ডেভিড ওয়ার্নার।

advertisement

এত ছোট বেলা থেকে মেয়েদের ক্রিকেট প্রেম দেখে তার মনে হয় বড় হলে ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নিতে পারেন তার মেয়েরা। বাবা হিসেবে এবং ক্রিকেটার হিসেবে সেটা তার কাছে গর্বের দিন হবে। ডেভিড ওয়ার্নার নিশ্চিত দিল্লি শিবিরে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ভয় পাওয়ার কিছু নেই।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্যদিকে মন না দিয়ে, ক্রিকেটারদের উচিত শুধুমাত্র আইপিএলে নিজেদের ফোকাস ধরে রাখা। কুলদীপ যাদব এবার দিল্লির অন্যতম সেরা পারফর্মার মনে করেন অস্ট্রেলিয়ান তারকা। দিল্লি চ্যাম্পিয়ন হবে কিনা ভাবতে রাজি নয় এখনই। ঋষভ পন্থ, ডেভিড ওয়ার্নার, ললিত যাদব, পাওয়েল, অক্ষর প্যাটেল মিলে আরও ধারাবাহিক পারফর্ম করার চেষ্টা করবেন কথা দিলেন ডেভিড ওয়ার্নার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
David Warner, Delhi capitals : মেয়েদের কাছে মুখ দেখাতে পারছেন না ডেভিড ওয়ার্নার! হাসবেন না কাঁদবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল