দয়ানন্দ গরানিকে এখন অনেকেই চেনেন হয়তো! তবে দীর্ঘ সময় ধরে তিনি পর্দার আড়ালেই কাজ করেছেন। টিম ইন্ডিয়ার লাগাতার আইসিসি ট্রফি জয়ে বিরাট-রোহিত-দ্রাবিড়ের অবদান নিয়ে চারপাশে এত কথা হচ্ছে। তার মাঝে দয়ানন্দকেও কিন্তু নতুন করে চিনেছে দেশের মানুষ। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেও এখনও কোলাঘাটের বাড়িতে ফেরেননি দয়ানন্দ গড়ানি৷ দয়ানন্দ গ্রামের বাড়িতে ফিরতেই তাঁকে নিয়ে রীতিমতো উৎসব শুরু হবে বলে জানা যায়। সারা দেশের মতো কোলাঘাটের ছামিট্যা গ্রামেও এখন উৎসব চলছে৷
advertisement
আরও পড়ুন- ২০২৭ বিশ্বকাপে কি খেলবেন? কেরিয়ার নিয়ে কী ভাবনা? চমকে দেওয়া উত্তর রোহিতের
কলকাতার একাধিক ক্লাবে খেলেছেন তিনি। তার পর আইপিএল-এ সুযোগ পান দয়ানন্দ৷ এর পর সুযোগ আসে ভারতীয় দলে৷ ২০২০ সাল থেকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত দয়ানন্দ৷ নেটে ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশ্যালিস্ট তিনি। ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতির বল ছুঁড়তে পারেন তিনি। বিশ্বকাপ জয়ের পর রোহিত-বিরাটরা তাঁর সঙ্গে হাসিমুখে ছবি তুলেছিলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েরও সাক্ষী থাকলেন দয়ানন্দ। ভিডিও কল করে বাড়ির লোকজনকে রোহিত, বিরাটদের দেখান। গ্রামের ছেলের এমন কীর্তিতে গ্রামবাসীদের গর্ব ও আনন্দের শেষ নেই। টি-২০ বিশ্বকাপের পর বাবার অসুস্থতার কারণেই তড়িঘড়ি বাড়ি ফিরে এসেছিলেন তিনি৷
আরও পড়ুন- ধোনি না রোহিত! অধিনায়ক হিসেবে কে সবথেকে বেশি ট্রফি জিতেছে? সব মিলিয়ে অঙ্কটা অনেকের অজানা
দয়ানন্দ টিম ইন্ডিয়ার থ্রো–ডাউন স্পেশ্যালিস্ট হিসেবে কাজ করছেন অনেকদিন হল। থো–ডাউন স্টিকের সাহায্যে প্র্যাক্টিসে ব্যাটারদের থ্রো–ইন দেন তিনি। তাঁর সঙ্গী আরও দু’জন। রাঘবেন্দ্র বা রঘু এবং শ্রীলঙ্কার ছেলে নোয়ান। সব থেকে বড় কথা, দয়ানন্দ দু’হাতেই থ্রো–ডাউন দিতে পারেন। ভারতীয় দলের সঙ্গে থাকেন তিন জন মাসাজ থেরাপিস্ট ও দু’জন ফিজিও। সঙ্গে ভিডিয়া অ্যানালিস্ট তো আছেনই। তাঁরা সবাই দলের সাপোর্ট স্টাফ। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর দুবাই থেকে গ্রামের বাড়িতে ফিরবেন দয়ানন্দ। সেখানে আপাতত কিছুদিন কাটাবেন পরিবারের সঙ্গে।