TRENDING:

Finch and Warner : টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়ার্নারের ওপর ভরসা রাখছেন ফিঞ্চ

Last Updated:

David Warner will be opening the innings along with Aaron Finch for Australia. টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হলুদ জার্সিতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন তাতে সন্দেহ নেই অ্যারন ফিঞ্চের।টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করবেন ওয়ার্নার
টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করবেন ওয়ার্নার
advertisement

আরও পড়ুন - Wasim Akram Pakistan coach : কেন পাকিস্তানের কোচ হতে রাজি নন আক্রম ?

চোট, বিশ্রাম, শিডিউল জটিলতার কারণে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার হয়ে ৪টি সিরিজে মোট ১৪টি টি-টোয়েন্টি মিস করেছেন তিনি। তারপরও ওয়ার্নার আছেন বিশ্বকাপ দলে। শুধু জাতীয় দলের বাইরে থাকাই নয়, ফর্মটাও রীতিমত দুশ্চিন্তার কারণ ওয়ার্নারের। আইপিএলে এতটাই খারাপ পারফরম্যান্স দেখিয়েছেন, যে শেষ পর্যন্ত নেতৃত্ব কেড়ে নিয়ে তাকে একাদশ থেকে বাদ দেয় সানরাইজার্স হায়দরাবাদ।

advertisement

আইপিএলের প্রথমপর্বে দুটি হাফসেঞ্চুরি পেলেও আট ইনিংসে ওয়ার্নারের স্ট্রাইকরেট ছিল মাত্র ১০৭.০৩। সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয়পর্বে দুই ম্যাচে ০ আর ২ করার পর ফের বাদ পড়েন একাদশ থেকে। তবু অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ নিশ্চিত করলেন, বিশ্বকাপে তার সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামবেন ওয়ার্নারই। সঙ্গীর ওপর পূর্ণ আস্থা রাখছেন অজি দলপতি।

advertisement

ওয়ার্নারের সঙ্গে জুটি বিশ্বকাপেও থাকছে কি না? সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগের দিন সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন শুনে ফিঞ্চ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। সে অস্ট্রেলিয়ার হয়ে খেলা সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। তার প্রস্তুতি নিয়ে আমার কোনো সংশয় নেই। হয়তো হায়দরাবাদের হয়ে খেলতে সে পছন্দ করত। (সেটা না হলেও) সে বাইরে ঠিকই অনুশীলন করছে। সে ভাল অবস্থাতেই খেলতে যাবে।’

advertisement

ফিঞ্চের নিজেরও চোট শঙ্কা আছে। হাঁটুর অস্ত্রোপচারের কারণে বাংলাদেশ সফরে আসতে পারেননি অজি অধিনায়ক। তবে তিনি আশাবাদী, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেই মাঠে নামতে পারবেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখা যাবে স্টিভ স্মিথ এবং মিচেল মার্শকেও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Finch and Warner : টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়ার্নারের ওপর ভরসা রাখছেন ফিঞ্চ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল