Wasim Akram Pakistan coach : কেন পাকিস্তানের কোচ হতে রাজি নন আক্রম ?

Last Updated:

Wasim Akram explains why he is not interested in coaching Pakistan national team. ওয়াসিম আক্রমকে অনেকেই পাকিস্তান দলের কোচ হিসেবে দেখতে চান। এ পদে তাঁর মতো যোগ্য আর কে আছে, এমন কথাও ওঠে। কিন্তু খেলা ছাড়ার এত বছর পরও তাঁকে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোনো পদেই দেখা যায়নি

পাকিস্তানের কোচ কখনই হবেন না আক্রম
পাকিস্তানের কোচ কখনই হবেন না আক্রম
অথচ তিনি পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ পিএসএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের বোলিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন কিংবদন্তি এ পেসার। আক্রমের ব্যাপারটি নিয়ে কোনো রাখঢাক নেই। তিনি আসলে নিজেই পাকিস্তান ক্রিকেট দলের কোনো পদে কাজ করতে আগ্রহী নন।
কেন, সেটি একটি ক্রিকেট ওয়েবসাইটকে সোজাসাপটাই জানালেন, ‘আসলে একটি জাতীয় দলের দায়িত্ব নেওয়ার মতো সময় আমার নেই। কোনো জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সম্পৃক্ত হতে হলে ২০০–২৫০ দিন কমপক্ষে দলের সঙ্গে থাকতে হবে, কাজ করতে হবে। আমার হাতে সে সময় কোথায়! আমার পরিবার আছে, আমি পরিবারকে ফেলে এতদিন বাইরে কাজ করতে পারব না। পিএসএলে কাজ করি। কারণ, এটা আমার জন্য সহজ। পিএসএলের বেশির ভাগ খেলোয়াড়ের কাছেই আমার ফোন নম্বর আছে। তারা আমাকে যখন খুশি ফোন করে পরামর্শ নিতে পারে।’
advertisement
advertisement
পাকিস্তানি ক্রিকেট ভক্তদের আচার–আচরণও ওয়াসিম আক্রমকে জাতীয় দলের দায়িত্ব নিতে নিরুৎসাহিত করে যায় নিরন্তর। সেটিও প্রাক্তন অধিনায়ক বলেছেন কোনো দ্বিধা ছাড়াই, ‘আমি তো পাগল নই। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখি, কীভাবে ভক্ত–সমর্থকেরা কোচ ও কোচিং স্টাফের সদস্যদের তুলাধোনা করে। কতটা বাজে ব্যবহার করে। তাদের বুঝতে হবে, কোচরা মাঠে গিয়ে খেলে না। খেলে খেলোয়াড়েরা। কোচ কেবল তাদের তৈরি করে দিতে পারে, পরামর্শ দিতে পারে, কৌশল বলে দিতে পারে। সুতরাং দল যদি হারে, তাতে কোচের দোষ দেওয়াটা ঠিক নয়। পাকিস্তানে সেটিই করা হয়। সব দায় চাপিয়ে দেওয়া হয় কোচের কাঁধে। এটা আমি নিতে পারব না।’
advertisement
ভারতের উদাহরণ দিয়ে কিংবদন্তি পেসার বলেছেন রবি শাস্ত্রীকে নিয়ে ভারতে সমালোচনা হয়। কিন্তু তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অযথা খারাপ কথা এবং ব্যক্তিগত আক্রমণ সাধারণত দেখা যায় না। কিন্তু পাকিস্তানি ক্রিকেট ভক্তদের সেই সভ্যতা কোথায়? পাকিস্তান ক্রিকেট দলে প্রতিভার অভাব নেই এখনও। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে গেলে একটা নির্দিষ্ট সিস্টেম এবং পরিকাঠামো প্রয়োজন মনে করেন আক্রম।
বাংলা খবর/ খবর/খেলা/
Wasim Akram Pakistan coach : কেন পাকিস্তানের কোচ হতে রাজি নন আক্রম ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement